ঝাড়গ্রাম: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC REcruitment Scam) অভিযোগে জেরবার তৃণমূলের (TMC) ছোট-বড় মন্ত্রী। তার মধ্যেই ঝাড়গ্রাম থেকে বিজেপি-কে (BJP) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, গেরুয়া শিবিরে দেশে 'তুঘলকি রাজত্ব' চালাচ্ছে বলে অভিযোগ করেন। বিজেপি-র আমলে বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে বলে মন্তব্য করেন মমতা।
বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার
শুক্রবার ঝাড়গ্রামের কর্মিসভা থেকেই বিজেপি-কে নিশানা করেন মমতা। তিনি বলেন, "বিজেপি দেশজুড়ে তুঘলকি রাজত্ব চালাচ্ছে. কয়েকটি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে দেশে। কারও বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই। সব অধিকার খর্ব করেছে বিজেপি। সব গুরুত্ব প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বাংলাকে বদনাম করছে বিজেপি, কারণ জিততে পারেনি, আমাকে সরাতে পারেনি। লক্ষ্মীর ভাণ্ডার দেখে হিংসে হয় ওদের।"
পেশিশক্তি প্রয়োগ করে বিজেপি তৃণমূলকে জব্দ করতে চাইছেন বলেও অভিযোগ করেন মমতা। বলেন, "গায়ের জোরে, জুলুম করে তৃণমূলকে জব্দ করতে চাইলে, তা হওয়া সম্ভব নয়।" বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না।"
আরও পড়ুন: Mamata Banerjee: 'বাম আমলে চিরকুট দিয়ে চাকরি, চ্যাপ্টার ওপেন করব', ঝাড়গ্রামে হুঁশিয়ারি মমতার
তবে এ নিয়ে মমতাকে একহাত নেন রাজ্য বিজেপি-র নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে চেয়েছেন, তার মর্মার্থ সকলে বুঝেছেন। বাংলায় চুরির অধিকার নেই, দেশে চুরির অধিকার নেই। অধিকার নেই কাটমানি খাওয়ার। কেউ যদি টাকা চুরি করে, কাটমানি খায়, বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ করে, তার বিরুদ্ধে কথা বললেই তুঘলকি শাসন!"
মমতাকে পাল্টা রাহুলের
মমতার ছত্রছায়াতেই চুরি-দুর্নীতি বাড়ছে বলেও দাবি করেন রাহুল। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চুরির সাম্রাজ্য বন্ধ করুন না! সৎ থাকলে সিবিআই, ইডি কী করবে! কিছু করার উপায়ই থাকবে না। আদালত, সাধারণ মানুষ, সকলে এই সরকারকে চোর বলছেন। অসৎ হিসেবে চিহ্নিত করছেন। সেই সরকারের প্রধান হয়ে মমতা কোতোয়ালকে বকছেন। ওঁর মন্তব্যেই পরিষ্কার যে, উনি অসৎ রাজনীতিকে নিরাপত্তা দিচ্ছেন। চাইছেন, এমনটা চলতে থাকুক।" মমতা সততার রাজনীতির পরিপন্থী বলেও অভিযোগ করেন রাহুল।