নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) রোহন বোপন্নার (Rohan Bopanna) বিজয়রথ অব্যাহত। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না। দেড় ঘণ্টার ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয় সেটে যুক্তরাষ্ট্রেরই জ্যাকসন উইথরো ও ন্যাথানিয়েল ল্যামন্সকে পরাজিত করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।


প্রথম সেটে দুই দলের কেউই একে অপরকে এক চুল জমিও ছাড়েনি। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে শেষমেশ ১২-১০ স্কোরে টাইব্রেকার জিতে ম্যাচে এগিয়ে যান বোপান্না-এবডেন। ম্যাচের পর বোপান্না মেনে নেন যে এই পরিস্থিতিতে প্রথম সেট জেতাটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, 'এখানকার পরিবেশ খেলোয়াড়দের খুবই ক্লান্তে করে দেয় এবং আজকের আকাশও বেশ মেঘলা ছিল। প্রথম সেট জেতাটা আমাদের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ ছিল।'


দ্বিতীয় সেটে অবশ্য তেমন সমস্যা হয়নি। সেটের শুরু থেকে শেষ পর্যন্ত বোপান্না-এবডেনই দাপট দেখান। সহজেই ৬-১ স্কোরলাইনে দ্বিতীয় সেট জিতে ম্যাচও জিতে নেন তাঁরা। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বোপান্নারা ফরাসি জুটি নিকোলাস মাহুত ও পিয়ের হিউজেস-হার্বার্টের মুখোমুখি হবেন। এই নিয়ে নাগাড়ে নিজেদের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছলেন বোপান্নারা। এর আগে উইম্বলডনেও শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছিল ইন্দো-অজি জুটি। তবে ফাইনালে পৌঁছতে পারেনি তাঁরা। এক্ষেত্রে বোপান্নারা সেমিফাইনালের গণ্ডি পার করতে পারে কি না, সেটাই দেখার বিষয়। 


এই স্ল্যাম জয়ের বিষয়ে কিন্তু ৪৩ বছর বয়সি বোপান্নাকে বেশ আত্মবিশ্বাসীই শোনাল। 'আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। হোর্বার্ট ও মাহুত ডাবলসে যত গ্র্যান্ড স্ল্যাম সম্ভব, সবকয়টিই জিতেছেন। ওরা খুবই অভিজ্ঞ এবং বর্তমানে দারুণ টেনিস খেলছেন। তবে আমরাও যে ভাবে খেলছি, তাতে আমরা জানি ম্যাচ জেতার আমাদেরও যথেষ্ট সুযোগ রয়েছে।' বলেন বোপান্না। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে বোপান্নাই একমাত্র ভারতীয় হিসাবে অবশিষ্ট রয়েছেন। য়ুকি ভামব্রিরা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাই সকল ভারতীয়ই বর্তমানে কেবল বোপান্নার দিকেই তাকিয়ে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ওপনের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কোর্টে নামবে বোপান্না-এবডেন জুটি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে কাউন্টি দলের হয়ে সই করলেন ভারতীয় তারকা বোলার