কলকাতা: নিয়োগ থেকে গরু, কয়লাপাচার এবং সর্বশেষ রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক নেতা-মন্ত্রীর। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে নাম না করে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SuvenduAdhikari) এবং তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে।  কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলে হুঁশিয়ারিও দিলেন। এর পাল্টা মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দুও। 


বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সরাসরি শুভেন্দু বা অধিকারী পরিবারের কারও নাম যদিও নেননি তিনি। কিন্তু হলদিয়া এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি, যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। তাঁর বাবা শিশির অধিকারী চেয়ারম্যান ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। (BJP)


এদিন মমতা বলেন, "কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।" মমতা আরও বলেন, "আমরা কি দেখতে গিয়েছি হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন যাঁরা আগে, মন্ত্রী থাকাকালীন কোন জমি, কত টাকায় বিক্রি করেছেন? দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলাম ভাল কাজ করার জন্য। কত জমি দিয়েছে? ৬০০ হোটেলই তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি? কেঁচো খুঁড়তে কিন্তু সাপ বেরোবে।"


আরও পড়ুন: Mamata Banerjee: ১ কোটি ভুয়ো রেশন কার্ড রেখে গিয়েছিল বামেরা, জ্যোতিপ্রিয়কে নিয়ে টানাপোড়েনের মধ্যে বললেন মমতা


সরাসির বিজেপি-র উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন মমতা। বলেন, "আপনাদের কত জন সাধু? কথায় কথায় কোটি কোটি টাকা ওরায় কত জন? তার একটা তালিকা তৈরি করুন তো! আর তো তিন মাস। তার পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা। কাদের, ক'টি বেনামি ফ্ল্যাট রয়েছে জানি না! আয়করের টাকায় কারা বিদেশ গিয়েছিল জানি না! আরও অনেক সংস্থা রয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বলেছিলাম, বদলা নয়, বদল চাই। কিন্তু তদন্তের অধিকার আমাদেরও রয়েছে।  গগনচুম্বী দুর্নীতি করে কেউ যদি অন্য়কে নিশানা করে, মানুষ তার উত্তর দেবেন।"


এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে পাল্টা আক্রমণের পথে হাঁটেন শুভেন্দুও। তাঁর বক্তব্য, "আপনার ভাইপো এবং পরিবারের আয় দেখানো নেই। পেট্রোল পাম্প বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে পেট্রোল পাম্প। আয়কর দেওয়া। আপনার মতো কালীঘাটের নালার পাশে জমি নিয়ে বড়লোক হয়নি। আমরা সৎ রাজনীতিক। আপনি যদি বাপের বেটি হন, করে দেখান।"