Noise Buds Prima 2: নয়েজ বাডস প্রাইমা ২ (Noise Buds Prima 2) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। নয়েজ সংস্থার দাবি, এই ইয়ারবাডসে ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া সম্ভব। এই ইয়ারবাডসে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (Environmental Noise Cancellation) টেকনোলজি। এর সঙ্গে রয়েছে কোয়াড মাইক সেটআপ। ওয়্যারলেস এই ইয়ারবাডস একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ব্লুটুথ ভি৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। নয়েজের এই ইয়ারবাডসে রয়েছে সংস্থার Insta Charge Technology। এর সাহায্যে ১০ মিনিটের চার্জে ১২০ মিনিটের প্লেটাইম পাওয়া সম্ভব।


ভারতে নয়েজ বাডস প্রাইমা ২ ইয়ারবাডসের দাম এবং উপলব্ধতা


নয়েজ সংস্থার এই ইয়ারবাডসের দাম ভারতে ১২৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং নয়েজ কোম্পানির ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। Carbon Black, Deep Wine, Pearl White- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজ বাডস প্রাইমা ২ ইয়ারবাডস।


নয়েজ বাডস প্রাইমা ২- এর বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ইয়ারবাডসে রয়েছে HyperSync টেকনোলজি। এর সাহায্যে অটোম্যাটিক ভাবে ইয়ারবাডস সম্প্রতি পেয়ার হওয়া ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যায়। ইয়ারবাডসের চার্জিং কেসের লিড বা ঢাকনা খোলার পরেই এই কানেকশন হয়।

  • এই ইয়ারবাডসের Instacharge প্রযুক্তির সাহায্যে মাত্র ১০ মিনিটের চার্জে ২ ঘণ্টার প্লেটাইম পাওয়া সম্ভব।

  • ব্লুটুথ ভি৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে সিরি এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর পাশাপাশি ইয়ারয়াবডসে ট্যাপ করলেই ফোনকল ধরা বা ছাড়া সম্ভব।


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বার্ডস সিই। ভারতে এই ইয়ারবাডসের আসল দাম ২৬৯৯ টাকা। অর্থাৎ বাজার দর ২৬৯৯ টাকা। কিন্তু প্রাথমিক ভাবে Introductory Price হিসেবে এই ইয়ারবাডসের দাম ২২৯৯ টাকা। তবে এই কম দাম অর্থাৎ অফার কতদিন বজায় থাকবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। Moonlight White এবং Misty Grey এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস।


আরও পড়ুন- নোকিয়ার নতুন ফিচার ফোন লঞ্চ হল ভারতে, রয়েছে ওয়্যারলেস এফএম সাপোর্ট