আশাবুল হোসেন, কলকাতা: একের পর এক দুর্নীতি। কখনও আবাস দুর্নীতি, কখনও নিয়োগ দুর্নীতি- আর তাতে নাম জড়াচ্ছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতার। ডিএ আন্দোলন-নিয়োগ আন্দোলন নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য। তারমধ্যেই সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোট প্রার্থীর কাছে হেরেছে তৃণমূল। এই আবহে, আজ, শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের ছেঁটে ফেলার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বৈঠকে।


কী ভাবছে তৃণমূল?
দুর্নীতিতে অভিযুক্তদের কি পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত? বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে বিশেষ কোনও রণকৌশল স্থির? সাগরদিঘির পর সংখ্য়ালঘু ভোট ফেরাতে বিশেষ স্ট্র্য়াটেজি? নাকি বাম-কংগ্রেস জোটে চিড় ধরাতে নতুন কোনও পরিকল্পনা? আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের বৈঠকে কি এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে? জল্পনা চলছে রাজনৈতিক মহলে। 


সামনেই আসছে পঞ্চায়েত ভোট। তার আগে নানা বিষয় নিয়ে অস্বস্তি তৃণমূলে। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন, দলের একাধিক এবং নানা স্তরের সদস্য়। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গেছে ইডি। নিয়োগের দাবিতে রাস্তায় বসে চলা আন্দোলন ২ বছর পেরিয়েছেন। এরই সঙ্গে বকেয়া ডিএ-এর দাবিতে চলছে আন্দোলন। এই আবহে মধ্য়ে দেড় বছর আগে বিধানসভা ভোটে জেতা সাগরদিগি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্য়বধানে হেরেছে তৃণমূল। 


এই প্রেক্ষাপটে শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের দাবি, দুর্নীতি ইস্য়ুতে রাজ্য় রাজনীতিতে যে তোলপাড় চলছে, সেই আবহে শুক্রবারের বৈঠকেও এই বিষয়টি আলোচনায় আসতে পারে। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকে ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। দুর্নীতিতে অভিযুক্তদের পুরোপুরি ছেঁটে ফেলার নির্দেশও তিনি দিতে পারেন বলে সূত্রের খবর। 


কমিটি কী পেল?
পঞ্চায়েতের আগে সংখ্য়ালঘু অধ্য়ুষিত, মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে তৃণমূলের হার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই হারের কারণ খতিয়ে দেখতে তৃণমূলের একটি কমিটি তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, কমিটির রিপোর্টে প্রার্থী নিয়ে অসন্তোষ, সরকারি পরিষেবা না পৌঁছনো, দলের অন্তর্কলহের মতো কারণকে দায়ী করা হয়েছিল, শুক্রবারের বৈঠকেও সাগরদিঘির হার নিয়ে কাটাছেঁড়া হতে পারে বলে সূত্রের খবর। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল কী হবে, তাও বৈঠকে ঠিক করে দিতে পারেন তৃণমূলনেত্রী।


সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যেভাবে কার্যত হেলায় তৃণমূলকে হারিয়েছেন, তা-ও একেবারে উড়িয়ে দিতে পারছেন না কেউই! সূত্রের খবর, বাম-কংগ্রেসের এই জোটে চিড় ধরাতে বাম আমলে, কংগ্রেস কর্মীদের ওপর হওয়া অত্য়াচারের কথা প্রচারে আনা হতে পারে। 


কারা থাকবেন বৈঠকে?
শুক্রবারের বৈঠকে তৃণমূলের বিধায়ক, বাছাই কিছু সাংসদ, জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্য়ানদের ডাকা হয়েছে।

আরও পড়ুন: বাম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক ! পরীক্ষার্থীদের শুভেচ্ছা পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল