কলকাতা: কাল তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বর বৈঠক কালীঘাটে (Kalighat)। শনিবারই এই বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী।
দলে যে পরিস্থিতি চলছে তা নিয়ে আলোচনা হবে বলেই এই বৈঠক ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। নানা ইস্যুতে ঘাসফুল শিবিরে মতবিরোধের পরিস্থিতি তৈরি হচ্ছে। বলা হচ্ছে এই সংঘাত তৃণমূলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আলোচনা করতে পারেন।
রাজনৈতিউক পর্যবেক্ষকরা মনে করছেন কালকের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। কিছু ক্ষেত্রে অর্থাৎ দলের সাংগঠনিক ক্ষেত্রেও হয়ত রদবদল করতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। যেটা স্পষ্ট যে চলতি যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তৃণমূলের অন্দরে। মতবিরোধ চলছে, এক ব্যক্তি এক পদ নিয়ে, আইপ্যাকের বিষয়ে বারবার সংঘাত আবহ তৈরি হয়েছে। এটির সমাধান সূত্র খুঁজতে ও দলের ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি করতেই এই বৈঠক বলে মত।
আরও পড়ুন, ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে 'গৃহসংঘাত'। কেউ সুর চড়িয়েছেন সমর্থনে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। এই প্রেক্ষাপটে জল্পনা বাড়ালেন মদন মিত্র (Madan Mitra)।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ? আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা। এক ব্যক্তি এক পদ শুনেছি। এই নীতি সবাই মেনে চলছেন। আমি অভিষেক অনুগামী নই। অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম। মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’।