বেঙ্গালুরু: আইপিএলের নিলাম কাল। বেঙ্গালুরুতে ২ দিন ব্যাপী নিলামে ৫৯২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। মধ্যপ্রদেশের তরুণ পেসার আবেশ খান এবারের নিলামে ভাল দাম পাবেন বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি ক্যাপিটালসে একসঙ্গে খেলেছেন ২ জনই। নিজের ইউটিউব চ্যানেলে এবারের মেগা নিলাম নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন টেনে আনেন ২০১০ সালের প্রসঙ্গ। সেই বছর সিএসকের সঙ্গে নিলামের টেবিলে অশ্বিনকে নেওয়া নিয়ে দর হাঁকাচ্ছিলেন বিজয় মাল্য। এবার আবেশ খানকে নিয়েও তেমনই হবে নিলামের টেবিলে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ''আমি নিশ্চিত যে এবারের আইপিএলে আবেশ খানকে নিয়ে নিলামের টেবিলে বিশাল দর হাঁকাহাঁকি হবে। ২০১০ সালে যেমন সিএসকে ও আরসিবির মধ্যে হয়েছিল। বিজয় মাল্য আমাকে নেওয়ার জন্য দর হাঁকাচ্ছিলেন প্রচুর। প্রবল লড়াই রেছিলেন আমাকে নেওয়ার জন্য সেবার। আমার মনে হয় দিল্লিও এবার সেটাই করতে চলেছে আবেশ খানের জন্য। পার্থ জিন্দাল, কিরণ রাও আবেশ খানের জন্য লড়বেন। কাদের সঙ্গে তা যদিও বলা যাচ্ছে না।''
২০২১ সালে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন আবেশ খান। ১৬ ম্যাচে তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই জাতীয় দলেও ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন আবেশ। যদিও তৃতীয় ওয়ান ডে ম্যাচেও একাদশে সুযোগ হয়নি তাঁর।
আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাট টাইটানস। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।
এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।
গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।