শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকার, কলকাতা: নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। 


বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ১৪৮-এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ভবানীপুরে তো হারবেই,  সেটা তো ঘোষিত কর্মসূচি। তৃণমূল কংগ্রেস  রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কালিম্পং থেকে কাকদ্বীপ যেখান থেকে দাঁড়াবে ৫০ হাজার ভোটে হারাব। গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য়ের নজর ছিল নন্দীগ্রামের দিকে।কারণ লড়াই ছিল দুই মহারথীর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর।


এবার বিধানসভা ভোটের বহু আগে থেকেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীপুর থেকে হারানোর হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাঁকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্য়ালেঞ্জ ছুড়ছে তৃণমূল। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তবে এটা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওঁকে(শুভেন্দু অধিকারী) হারিয়ে ছাড়ব। আর ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র এক বছর। তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, একবছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। 


 ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে ৮ হাজার ২৯৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। উল্টোদিকে গত লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, শুভেনদু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের চেয়ে ৮ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল ও বিজেপি স্বস্তিতে রয়েছে।


আরও পড়ুন, '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে?' !


বিধানসভা ভোটের এখনও বছর খানেক বাকি। তাই লোকসভার নিরিখে যে দল এগিয়ে রয়েছে, তারা সেই ব্য়বধান ধরে রাখতে পারে, না কি অন্য় দল টেক্কা দেয় তার উত্তর সময়ই দেবে। এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শুভেনদু অধিকারীর দাঁড়ানোর জল্পনা তৈরি হলেও, শেষ অবধি শুভেন্দু জানিয়েছেন, তিনি ভবানীপুর থেকে ভোটে লড়বেন না।