অমিতাভ রথ, ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের ভুলানপুরে নিষ্ক্রিয় করা হল বোমা। তবে হ্যাঁ, এ যে সে বোমা নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ! আর এই বিষয় নিয়ে, 'সবাইকে ধন্যবাদ' জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।






মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, 'ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভুলানপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রাজ্য সরকার, পুলিশ ও এয়ারফোর্সের আধিকারিকদের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে দিয়ে সফলভাবে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সবাইকে ধন্যবাদ', এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।


আরও পড়ুন, জল্পনা শেষ, কবে গড়াবে দিঘার রথের চাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


যুদ্ধের কথা উঠলেই হুড়মুড়িয়ে ভিড় করে আসে অতীতের একগুচ্ছ তিক্ত স্মৃতি। যেখানে আগ্নেয়াস্ত্র, বোমার আঘাতে বহু প্রাণহানির সাক্ষী নিয়ে  বহন করে চলেছে আজও ইতিহাসের পাতা। তবে মুদ্রার অপরপিঠেই আবার কতটা শক্তিশালী কোন দেশ ? সামরিক শক্তির সেই সমীকরণও দর্শায় বটে।তবে এর পাশে আরও একটি ইস্যু বর্তমান সময়ে প্রকট হয়ে উঠেছে। তা হল নির্বাচনের আগে ও পরে রাজ্যের জেলায় জেলায় বোমা উদ্ধার। কিন্তু সবসময় যে বিপদ এড়ানো সম্ভব হয়, তেমনটাও নয়। বল ভেবে বোমা ফেটে আহত হওয়ার ঘটনা এরাজ্যে ভুরিভুরি। প্লাস্টিকের জার থেকে, টিফিনবক্স কোথাও যায় না বাদ । দুষ্কৃতীদের অভিনব প্ল্যানের বলি হয় বারবার সাধারণ মানুষ।  তবে এবার পুরোপুরিই ভিন্ন প্রেক্ষাপট।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হল বাংলার বুকে। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।