কলকাতা: আরজি কর-কাণ্ডে বুধবারের দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি। আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য। আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন', আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর।


গতকাল 'ফোঁস' করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্যেরও ব্যখা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি X হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার করেছি। তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সরব হতে। রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি।' 


সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। আমি তারই প্রতিবাদ করেছি।'


 




গতকাল কী বলেছিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন।' তিনি আরও বলেছিলেন, 'আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।' 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ধর্নামঞ্চ নিয়েও পুলিশ-বিজেপি সংঘাত! টানাপড়েনের পর ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ