কলকাতা: ধর্মতলায় ধর্না মঞ্চ তৈরি নিয়ে পুলিশ-বিজেপি সংঘাত। ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের অনুমতিতে আজ থেকে ধর্মতলায় ৭ দিনের ধর্নায় বসছে বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ে অনুমতি সত্ত্বেও ওয়াই চ্যানেলে মঞ্চ তৈরিতে চাপ দিচ্ছে পুলিশ। পাল্টা বিজেপির দাবি, ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ হবে। শেষ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।


গতকাল রাতে ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ ২৯ অগাস্ট থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করছে রাজ্য বিজেপি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯ অবধি ধর্মতলায় ধর্না চলার কথা। গেরুয়া শিবিরের দাবি, হাইকোর্ট তাঁদের ওয়াই চ্যানেল অথবা ডোরিনা ক্রসিং, দুটোর যে কোনও একটা জায়গায় ৩০ ফুট বাই ২০ ফুটের মঞ্চ গড়ে ধর্নার অনুমতি দিয়েছে। বিজেপি শিবিরের অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ মঞ্চ তৈরির সামগ্রী ডোরিনা ক্রসিংয়ে পৌঁছলে, পুলিশ মঞ্চ তৈরিতে বাধা দেয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ে অনুমতি থাকা সত্ত্বেও ওয়াই চ্যানেলে মঞ্চ তৈরির জন্য চাপ দেয় পুলিশ। পাল্টা বিজেপির তরফে জানানো হয়, ডোরিনা ক্রসিংয়েই অবস্থান করবেন তাঁরা। খবর পেয়ে রাত সাড়ে ১২টা নাগাদ ধর্মতলায় যান সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতি পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চলে যায় পুলিশ। শেষ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।  


গ্রেফতার ছাত্র সমাজের প্রতিনিধি:
সায়ন লাহিড়ির পর ছাত্রসমাজের আরও এক প্রতিনিধি গ্রেফতার। গতকাল রাতে প্রবীর নামে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। খুনের উদ্দেশ্যে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে গ্রেফতার। এর আগে এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে।  খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত-সহ একাধিক ধারায় FIR সায়ন লাহিড়ির বিরুদ্ধে ময়দান, হেস্টিংস থানার জোড়া FIR। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।


তোপ শুভেন্দুর:
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোগ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশের চেয়েও খারাপ হবে। কলকাতা-রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। যা অত্যাচার করেছেন, তার ফল পেতে হবে।' সায়ন লাহিড়ি গ্রেফতারি প্রসঙ্গে তাঁর আশ্বাস, 'আইনি লড়াই করে সায়ন লাহিড়িকে বের করব। আশা করি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।'


আরও পড়ুন: ছাড়খাড় দাম্পত্যজীবন, রোজগারে তুমুল ডামাডোল...কাদের জন্য শনির প্রভাব এমন মারাত্মক?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।