কলকাতা: 'কেন্দ্রের (Central Government) সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ (DA) দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন......এর থেকে বেশি আমার থেকে পাবেন না।' ডিএ দাবি নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)


'পেনশন না দিলে আমাদের ২০ হাজার কোটি টাকা বেঁচে যায়। বিরোধী দলের কাছে জানতে চাইছি, পেনশন বন্ধ করে দেব? '১ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা খরচ হচ্ছে, টাকা তো আকাশ থেকে পড়বে না' বিধানসভার ভিতরে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।


অনশন-আন্দোলনের ২৫ দিন: বকেয়া DA-র দাবিতে কার্যত তোলপাড় রাজ্য (West Bengal)। শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পড়ল। অনশন-আন্দোলনের ২৫ দিন। গতকাল ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। DA-আন্দোলনকারীদের অভিযোগ, ওই অনশনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে টালবাহানা করে পুলিশ। তার ফলে কিছুটা সময় নষ্ট হয়। এর পাশাপাশি, DA-আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধর্নামঞ্চে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে DA-ধর্নামঞ্চে গিয়েছেন বিজেপি বিধায়করা। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। 


সরকারি অফিসে ধর্মঘটের ডাক: দিনে দিনে আরও জোরাল হচ্ছে DA-আন্দোলনের ঝাঁঝ! রবিবার DA-এর মঞ্চে একসঙ্গে দেখা গেছে কংগ্রেসের কৌস্তভ বাগচী এবং বিজেপির রাহুল সিনহাকে। আর সোমবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...জেল-মুক্তির পর, এদিনই ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় আসেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনিও আসেন DA-এর ধর্নামঞ্চে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পড়েছে। ২৫ দিন ধরে চলছে অনশন-আন্দোলন। ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 


আরও পড়ুন: Cyber Fraud:অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার আরও এক


এই অবস্থায়, সোমবার বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে আসেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা...কথা বলেন DA-এর আন্দোলনকারীদের সঙ্গে। দেন পাশে থাকার আশ্বাস। বিধানসভা থেকে এদিন DA-এর আন্দোলন মঞ্চে আসেন নৌশাদ সিদ্দিকিও। শনিবার, ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যা থাকায়, তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সূত্রের দাবি, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে, আরও ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।