সনৎ ঝা, শিলিগুড়ি : সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার উঠে এসেছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতে রিপোর্ট পেশ করে ED জানিয়েছিল, তারা লিপস অ্য়ান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেল সম্পত্তি অ্য়াটাচের কথা।
লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'সম্পত্তি অ্যাটাচ' প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচের কথা প্রকাশ্যে এনে শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ' অভিষেক তো ইয়ং ছেলে, ওকে কিছু না কিছু তো করতে হবে যখন বিয়ে করেছে। ২ টো বাচ্চা আছে। খাওয়াবে কী? কিছু তো করতে হবে? ঘরে বসে থাকলে তো খাবার পাওয়া যাবে না। ওঁর একটা বিজনেস ছিল। সব প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে।'
গত বছরের ২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালায় ইডি। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টও। এবার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি অ্য়াটাচ নিয়ে মুখ খুললেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আরও পড়ুন :
'এভাবেই বাড়িতে অত্যাচার করতেন উনি', সৌমিত্রর বিরুদ্ধে এ কী বললেন সুজাতা !