রুমা পাল, আশাবুল হোসেন, কলকাতা : একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন! কিন্তু, তার ফলই আচমকা নাড়িয়ে দিয়েছে রাজ্য় রাজনীতিকে! আক্রমণ-পাল্টা আক্রমণ তো চলছিলই! এবার তা অন্য় মাত্রা পেল!সাগরদিঘির ফলপ্রকাশের পরই অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে?' এই ঘটনার পর চুপ থাকেনি কংগ্রেস। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী সাংবাদিক বৈঠক করে বলেন, ' রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে মন্তব্য করতে । কিন্তু আমরা চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না'
এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নিল কংগ্রেস। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি, ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
কৌস্তভ এদিন বলেন, 'দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ (মমতা কে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে..'
২১-এর বিধানসভা ভোটে, ৫০ হাজারের বেশি ভোটে জেতা সাগরদিঘি আসনটি । উপনির্বাচনে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেসের জোট! এরপরই বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না। '
সাগরদিঘির ফল ঘিরে এই যুদ্ধ এরপর কোনদিকে গড়ায়, সেটাই দেখার।
এই ঘটনার পরদিনই সকাল সকাল কৌস্তভ ঘোষের বাড়ি পৌঁছায় পুলিশ। অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে সাংবাদিক বৈঠক করার পরেই আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে হাজির হল পুলিশ। কৌস্তভের দাবি, রাত ৩টে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। তাঁকে বাড়িতে আটক করে হয়রানি করা হচ্ছে বলে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর দাবি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।