সাগরদিঘি  : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll )  আগে আজ মুর্শিদাবাদে ( urshidabad )  ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বেলা সাড়ে ১২টা নাগাদ সাগরদিঘিতে প্রশাসনিক সভায় উঠলেন মঞ্চে। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা যেমন বললেন, তেমন তাঁর ভাষণের আগাগোড়া জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ। 


উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও  ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি বারবার মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলেছেন। সোমবারও তার অন্যথা হল না। শুরুতেই প্রসঙ্গ টানলেন ১০০ দিনের কাজের টাকার। 


মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' কাজ করিয়ে ১০০ দিনের কাজের ( 100 days work ) টাকা দিচ্ছে না কেন্দ্র । বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র হচ্ছে । ' তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে। কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর হুঙ্কার, 'এটা বিজেপির নিজস্ব জমিদারি মনে করলে ভুল হবে ...  আজ ক্ষমতায় আছে বলে হিরো না থাকলেই বিগ জিরো'। 

গেরুয়া ও বাম শিবিরকে যুগপৎ আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,  ' এখন রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে'
। যেখানেই বিরোধী দল ক্ষমতায় সেখানেই ভাতে মারার চক্রান্ত'। তিনি বলেন, কেউ যদি বাংলাকে  ভাতে মারার কথা ভাবেন তাহলে 'জানেন তো আমি কীরকম চিজ, চিজ মানে মাখন নয় !' মুখ্যমন্ত্রীর হুঙ্কার, বাংলার মানুষ ফসল ফলায়, তাদের ভাতে মারা সম্ভব নয়। ' বদলা আমি নেব না, বদল আমি করব '  ফের একবার পরিবর্তনের স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুর্শিদাবাদ জেলার ১০০ শতাংশ মানুষ কোনও না কোনও পরিষেবা পেয়েছেন।  কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না ' 

আরও পড়ুন :


১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে


বুধবার আয়কর কর্তারা তল্লাশি অভিযান চালায় তৃণমূলের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের  বাড়ি, দফতর, চালকলে।  কেন্দ্রীয় দফতরের তরফে দাবি, কোটি কোটি টাকা উদ্ধার করা হয় সেখান থেকে। বিধায়কের বাড়ি থেকে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি। অফিস এবং বাড়ি মিলিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার হয় বলে দাবি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ' জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।  জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।  বিজেপি নেতাদের বাড়িতে আগে সার্চ করান' 


সম্প্রতি প্রয়াত হন সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে তা নিয়ে চূড়ান্ত জল্পনা তৈরি হয়।  সুব্রত সাহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে তিনিও মুর্শিদাবাদের জন্য অনেক করেছেন, পরে যিনি আসবেন , তিনিও করবেন। 


' তৃণমূল কংগ্রেস লড়ে যাচ্ছে বাঘের বাচ্চার মতো' হুঙ্কার দিয়েও শেষমেষ তিনি বলেন, কেউ কেউ ভুল করলেও সবাই খারাপ নয়। বারবার করে ভুল স্বীকার করলে মানুষও ক্ষমা করে দেবে...জয় হবেই , জয় হবেই , জয় হবেই !