কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়েই ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতা নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন, এখন থেকে আরও পাঁচশো টাকা করে বেড়ে যাবে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা। তারই সঙ্গে পুরোহিতদেরও সমপরিমাণ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'রাজ্যে ধর্মের ভিত্তিতে প্রকল্পের ভাগাভাগি হয় না। ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ল।' এতদিন মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন ইমামরা। বর্ধিত ভাতা শুরু হলে এখন থেকে মাসে ৩০০০ টাকা করে পাবেন ইমামরা। মোয়াজ্জেমরা পেতেন দেড় হাজার টাকা করে। এবার থেকে ২০০০ টাকা করে পাবেন তাঁরা। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা চালু করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেটাই এবার বৃদ্ধি করলেন তিনি।
শুধু ভাতা বৃদ্ধিই নয়, ইমাম-মোয়াজ্জেমদের (Imam Allowance) জন্য আরও একাধিক প্রকল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ছোটখাট ব্যবসা যাতে করতে পারেন, তার জন্য়ও সাহায্য করবে রাজ্য সরকার। বিশেষ ঋণ পাবেন তাঁরা। ইমাম-মোয়াজ্জেমরা বা যে কোনও সংখ্যালঘু ছেলে-মেয়েরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিলে তার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। সেই টাকায় কী করতে পারেন ইমাম-মোয়াজ্জেমরা? সেটাও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই টাকায় কেউ দর্জির দোকান করতে পারেন, কেউ গরু-ছাগল কিনে পশুপালন করতে পারেন বলে জানিয়েছেন তিনি। এমন কাজে সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বিজেপির কটাক্ষ:
'লোকসভা ভোটের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চক্রান্ত,দুর্নীতি থেকে নজর ঘোরাতেই ভাতা বৃদ্ধি', পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর কটাক্ষ, 'মুখে মুখে ভালবাসি বলে লাভ নেই, অবিলম্বের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুসলিম মুখ দেখতে চায় রাজ্য।'
বিজেপি সরকারের আমলে দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ছত্রে ছত্রে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে এনেছেন হরিয়ানার সংঘর্ষের ঘটনাও। বলেন, 'হরিয়ানায় কী করল? সংখ্যালঘুরা কেমন আছে জানতে, টিম পাঠিয়েছিলাম।' সংখ্যালঘু স্কলারশিপ নিয়েও আক্রমণ শানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, '৩ কোটি ৬৩ লক্ষ মাইনোরিটি স্কলারশিপ দেওয়া হয়েছে। ওবিসির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আমরা বন্ধ করে দিইনি। আমরা শুধু বলে বেড়াই তা নয়, সংখ্যালঘুদের জন্য উন্নয়নের তালিকা দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তাঁর আহ্বান, 'যারা বিজেপির থেকে টাকা নিয়ে ভাগাভাগি করার চেষ্টা করবে, তাদের প্রশ্ন করবেন। বাংলায় হিংসা করতে দেব না, আমরা শান্তি রক্ষা করব।'
আরও পড়ুন: 'একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল', ফের মমতার মুখে যাদবপুর প্রসঙ্গ