কলকাতা: অবশেষে মহকুমার স্বীকৃতি পেল জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি (Dhupguri)। আজ, ১৯ জানুয়ারি সরকারি ভাবে মহকুমার স্বীকৃতি পেল ধূপগুড়ি, X হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন X হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, 'আমি এই ঘোষণা করে অত্যন্ত খুশি যে মা মাটি মানুষের সরকার অবশেষে ধূপগুড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল। উপনির্বাচনের ফলাফল বের হওয়ার পরেই ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রক্রিয়া শুরু হয়েছিল। ১২ অক্টোবর আমি নিজেই জানিয়েছিলাম যে রাজ্য আইনসভায় এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। আজ ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার স্বীকৃতি পেল। এর ফলে স্থানীয় বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য, আইনি সুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে আরও সুবিধা হবে। সরকারি প্রকল্প ও পরিষেবা পেতে আরও সুবিধা হবে।'
বৃহস্পতিবারই একটি সূত্রে জানা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জটিলতা কেটে গিয়েছে, হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, তাই ধূপগুড়ি আলাদা মহকুমা হয়ে যাবে। সেদিনই rinamoole Nabo Jowar নামের X হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বক্তব্য পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'আমি ভেবে কথা দিই, যখন কথা দিই, কথা রাখি।'
বিধানসভা উপনির্বাচনের প্রচারে ধূপগুড়ি মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। তিনি জানিয়েছিলেন ভোটো তৃণমূল জিতলে ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। উপনির্বাচনের ফল বেরোলে দেখা যায়, ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলের বিপুল জয়ের পরেও ধূপগুড়ি মহকুমা না হওয়ার ক্ষোভ তৈরি হয়েছিল জেলায়। নতুন বছর পড়ে গেলেও ধূপগুড়ি মহকুমা হবে না কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। নতুন বছরেও ধূপগুড়ি মহকুমা হচ্ছে কিনা তা নিয়ে কোনওরকম বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বাড়ছিল ক্ষোভ। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল ধূপগুড়ির বাসিন্দাদের।
আরও পড়ুন: ১০০০ টাকার শেয়ার ১ দিনে ৫০০ টাকায়! তবুও ক্ষতি নয়! কীভাবে?