কলকাতা : দুর্গাপুজোর (Durga Puja) জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ আরও বাড়াল রাজ্য সরকার (West Bengal Government)। চলতি বছরের জন্য পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। অনুদানের পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থাপনাও বিনামূল্যে করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 


'সরকারের হাতে একদম টাকা নেই' জানানোর পরও ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ জানিয়ে আনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, 'আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর করোনাকালে পুজো করতে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছিল। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।'


যারপরই পুজো কমিটিগুলোর উদ্দেশে মজার ছলে মুখ্যমন্ত্রী বলেন, 'করোনা তো চলে গিয়েছে, এবার তাহলে অনুদান অর্ধেক করে দিই।' মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে মজার ছল বুঝে নেতাজি ইন্ডোর (Netaji Indoor Statdium) স্টেডিয়ামে তৈরি হয় প্রত্যাশার আবহ। যার পরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, '৬০ হাজার থেকে বাড়িয়ে চলতি বছরে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে পুজো কমিটিগুলোকে।'


রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদানের প্রসঙ্গ আদালতে (Calcutta High Court) গড়াতে পারে কি ? অন্তত মুখ্যমন্ত্রীর কথার পরে যে সম্ভাবনাই দেখছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী বলেন, 'কয়েকটা আরশোলা বসেই রয়েছে কোর্টে পিআইএল করবে বলে।' পাশাপাশি অনুদান প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার আন্দাজ করেই মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে কিনছি এমনটা কিন্তু নয়।' যদিও শেষে পুজো কমিটিগুলোর কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, 'ডাকলে সবাইকে পাব তো ?' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, 'পুজো কমিটিগুলি সচেতনতা বাড়াতে কাজ করে, তাই টাকা দেওয়া হয়'। তিনি জানান, 'বাংলায় প্রায় ৪০ হাজার পুজো হয়, এর মধ্যে কলকাতায় ৩ হাজার'।


 


আরও পড়ুন- 'আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে..', এজেন্সিকে আক্রমণে মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial