ঝিলম করঞ্জাই, কলকাতা : হুমকি সংস্কৃতি। থ্রেট কালচার! আর জি কর কাণ্ডের পর এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্যের বেশিরভাগ মেডিক্যাল কলেজের পড়ুয়া ও ইন্টার্নরা। এই থ্রেট কালচারের এখন ঢুকে পড়েছে রাজ্য়ের মেডিক্যাল কলেজগুলির রন্ধ্রে রন্ধ্রে । বারবার নানারকম ঘটনার উল্লেখ করে নির্দিষ্ট এক দল ছাত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ছাত্রছাত্রীরা। কলকাতার এসএসকেএম, আরজি কর-ই হোক বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। গত কয়েক দিনে, থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য, অডিও ক্লিপ সামনে এসেছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবিই হল, এই থ্রেট কালচার পুরোপুরি বন্ধ করা। সূত্রের দাবি, এবার থ্রেট কালচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন, 'থ্রেট কালচার আবার কী? এক সঙ্গে পড়াশোনা করছে, কাজ করছে। এগুলো চলতে পারে না।' এরপরই কল্যাণীর JNM মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী বলেন, 'কিছু দিন আগে আপনার কিছু পড়ুয়া থ্রেট কালচার নিয়ে অভিযোগ করছিল, এগুলো দেখুন। এরকম চলতে পারে না।'
প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। তার জেরে কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ। থ্রেট কালচার চালানোর অভিযোগে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয় ৪০ জন পড়ুয়াকে। বহিষ্কৃতরা ন্যূনতম ৬ মাস কলেজের ক্যাম্পাস, হস্টেল এবং হাসপাতালে ঢুকতে পারবেন না।
এই নিয়ে যে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ বলে একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি-সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। এরপরই 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট।
আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চাইছেন থ্রেট সংস্কৃতি নির্মূল করতে। কিন্তু এই হুমকিবাজদের মাথায় যারা আছে, তাদের অবধি না পৌঁছলে কি পাকাপাকি ইতি টানা সম্ভব?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর