কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বেহাল রাস্তা। মেরামতির কথা জানিয়েও হয়নি সুরাহা। অসুবিধার কথা বোঝাতে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং সহ সভাপতিকে কাদা জলে হাঁটতে বাধ্য় করল গ্রামবাসীদের একাংশ।  এই ঘটনা বর্ধমান ২ নম্বর ব্লকের নবস্থা ১ গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গ্রামের রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। বারংবার প্রশাসনের সর্বোচ্চ স্তরেও জানিয়ে সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা মেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। সাময়িক সময়ের জন্য় অবরোধ করা হয় বর্ধমান-কালনা রোড। এরপর ঘটনাস্থলে আসে বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, পূর্ত কর্মাধ্য়ক্ষ এবং বর্ধমান ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও। বেহাল রাস্তা দেখানোর জন্য় তাঁদের গ্রামে নিয়ে যান গ্রামবাসীরা। চাপে পড়ে নবস্থা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং সহ সভাপতি কাদা জলের মধ্য়েই হাঁটতে বাধ্য় হন। এরপর রাস্তার সারানোর আশ্বাস দেওয়া হলে নিয়ন্ত্রণ আসে পরিস্থিতি। যদিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দাবি, তাঁরা রাস্তার অবস্থা দেখতে নিজেরাই হেঁটেছেন, তাঁদের কেউ হাঁটতে বাধ্য় করেনি। শুক্রবার কাজ শুরু হয়েছে রাস্তা মেরামতির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর