কলকাতা : রামপুরহাট হত্যাকাণ্ড থেকে হাঁসখালিকাণ্ড, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে একদা অধিকারী-গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের আধিকারিকদের উদ্দেশেও ইঙ্গিতপূর্ব মন্ততব্য করেছেন তিনি। বুধবার নবান্ন থেকে পুলিশ-প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন জেলার উদ্দেশে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দেখে নেওয়া যাক কী বললেন মুখ্যমন্ত্রী... 


বীরভূম (প্রসঙ্গ রামপুরহাট হত্যাকাণ্ড)-



  • ডিএসপি সঙ্গে সঙ্গে গেলে রামপুরহাটকাণ্ড হত না।

  • অনেক ভুল হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে সরকারকে

  • কোথাও কিছু হলে প্রত্যাঘাত হতে পারে, সতর্ক থাকা উচিত ছিল

  • পুলিশ কন্ট্রোল করলে, এভাবে মুখ পুড়ত না

  • ঝড় থেকে কাশ্মীরে মৃত্যু, সবকিছুতেই আমরা সাহায্য করেছি।


নদিয়া (প্রসঙ্গ- হাঁসখালিকাণ্ড)-



  • হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে? কেন খবর নেওয়া হয়নি?

  • পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে?

  • একেক সময় একরকম বয়ান দেওয়া হচ্ছে

  • হাঁসখালিতে পুলিশের কাছে এক বয়ান, সিবিআইয়ের কাছে আরেক বয়ান

  • আইসির গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে, কোথায় কার মৃত্যু হচ্ছে, কীভাবে মারা যাচ্ছে, দেখা হয় নি কেন?

  • ধানতলায় তথ্য বিকৃতি করেছে বিজেপি, বাংলাকে উন্নাও হতে দেব না।

  • পুলিশের মতো, জেলার মন্ত্রীদের নজর রাখতে বলব।


বাঁকুড়া (প্রসঙ্গ- মাওবাদী পোস্টার উদ্ধার)-



  • বাঁকুড়ায় জেলাশাসকের বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করছে, দেখে নিতে হবে

  • ২-৩টি পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছ

  • কেন বলা হচ্ছে না, বিষয়টি সত্যি নয়

  • বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে।


পঃ মেদিনীপুর--



  • স্যান্ড মাইনিং বলুন, করাপশন....রং দেখার দরকার নেই

  • তথ্য সঠিক থাকলে রং না দেখে ব্যবস্থা নিতে হবে

  • বড় নেতাও দুর্নীতি করলে ব্যবস্থা নিতে হবে

  • আমি যখন বলছি সবার ক্ষেত্রে, তখন সবার ক্ষেত্রেই হবে

  • মাঝেমধ্যে বিডিও অফিসে সারপ্রাইজ ভিজিট করতে হবে ডিএম-কে।



পূর্ব মেদিনীপুর-



  • ওখানে হলদিয়া আছে, তাজপুর আসছে। দিঘা আছে। ওখানে আমার অ্যাক্টিভিটি বাড়বে।

  • জেলাশাসক, পুলিশ সুপারকে একসঙ্গে কাজ করতে হবে।

  • সম্পর্ক যেন ভাল থাকে, ইগো যেন কাজ না করে।