মুম্বই: নতুন অধিনায়কের অধীনে খেলতে নামা আইপিএলে নতুন একটা দল। এবারই প্রথমবার টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেছিল দলটি। আর প্রথমবারেই বেশ চমক দেখিয়েছে তারা। সবাইকে এখনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই একে অপরকে টেক্কা দিয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টে গুজরাত টাইটান্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য। এছাড়া ওপেনিংয়ে শুভমন গিল রয়েছেন ফর্মে। মিডল অর্ডারে ডেভিড মিলারের ব্য়াটে ঝড় দেখতে পাওয়া গিয়েছে। তেমনই বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মহম্মদ শামি ও লকি ফার্গুসন, একের পর এক তারকায় ভরা শিবির। 


সানরাইজার্স শিবির অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্মের খোঁজ করছে। তবে তরুণ অভিষেক শর্মা প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন। বোলিং ডিপার্টমেন্টে টি নটরাজন, ভুবনেশ্বর কুমার তো রয়েইছেন। সবচেয়ে বড় চমক উমরান মালিক। গতিতে সব ম্যাচেই প্রায় বিশ্বের বড় বড় ব্য়াটারদের পরাস্ত করছেন তিনি। ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে জগদীশ সুচিত দুর্দান্ত পারফর্ম করেছেন। আজকের ম্যাচেও সুচিতকেই খেলানো হতে পারে। হায়দরাবাদের মিডল অর্ডারও ভীষণ শক্তিশালী। নিকোলাস পুরান এখনও ছন্দ না পেলেও এইডেন মার্করম ও রাহুল ত্রিপাঠী ২ জনেই দারুণ ছন্দে রয়েছেন।


আজ আইপিএলে 


গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ


কোথায় খেলা









কখন শুরু


খেলা শুরু সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


পয়েন্ট টেবিলে কে, কোথায়?


এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচ খেলেছে ২ দলই। তবে সাত ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। অন্যদিকে সাত ম্য়াচের মধ্যে ৫টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।