Honda City Hybrid 2022: এবার হাইব্রিড গাড়ির পথে হাঁটছে হোন্ডা (Honda City)। শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে কোম্পানির জনপ্রিয় মডেল হোন্ডা সিটি হাইব্রিড (Honda City Hybrid 2022)। আগামী ১৪ এপ্রিল ভারতের বুকে লঞ্চ হবে এই গাড়ি। 


Honda City Hybrid 2022: কেমন হাইব্রিড প্রযুক্তি দিচ্ছে হোন্ডা ?
সাধারণ গাড়িগুলির মতো হালকা হাইব্রিড গাড়ি নয় হোন্ডা সিটি (Honda City)। শক্তিশালী হাইব্রিড বিকল্প দিতে চলেছে হোন্ডা। নতুন এই মডেল  City E HEV নামে পরিচিত হবে। মূলত, শহরের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ইঞ্জিন অপশন। যেকোনও হাইব্রিডের মতো সিটি হাইব্রিডে দুটি বৈদ্যুতিক মোটর থাকবে। যার সঙ্গে যুক্ত থাকবে একটি কমবাশন পেট্রল ইঞ্জিন। সিটি হাইব্রিডে একটি ইঞ্জিন, একটি ইনভার্টার, দুটি বৈদ্যুতিক মোটর ও একটি ছোট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক থাকবে।  


Honda City Hybrid 2022: কত পাওয়ার গাড়িতে ? 
এই বড় মোটর 109PS শক্তি তৈরি করে। যেখানে পেট্রল ইঞ্জিন 98PS পাওয়ার তৈরি করার ক্ষমতা রাখে। গাড়িতে তিনটি ড্রাইভ মোড পাবেন। ইভি ড্রাইভ, হাইব্রিড ড্রাইভ ও ইঞ্জিন ড্রাইভ মোডে চালানো যাবে গাড়ি। ইভি ড্রাইভে আপনি সুইচ চালু বা বন্ধ করে ইঞ্জিনটিকে বৈদ্যুতিক শক্তিতে ক্রুজ করতে পারেন।


Honda City Hybrid 2022: কত মাইলেজ দেবে গাড়ি ?
কোম্পানির দাবি, ভারতে মিডসাইজ সেডানের সেগমেন্টে সবচেয়ে দক্ষ গাড়িগুলির মধ্যে একটি হবে হোন্ডা সিটি হাইব্রিড (Honda City Hybrid)। অন্যান্য বাজারে হোন্ডার এই মডেল 27kmpl-এর বেশি মাইলেজ দিচ্ছে। সিটি হাইব্রিড আদতে একটি ইলেকট্রিক কার, যার মধ্যে পেট্রল ইঞ্জিন দেওয়া রয়েছে। 


Honda City Hybrid 2022: নতুন কী ফিচার গাড়িতে ?
মনে করা হচ্ছে, গাড়িতে বদলে দেওয়া হবে স্টাইলিং। নতুন ব্যাজিং সহ বিভিন্ন কারণে এটিকে সিটি মডেল থেকে আলাদা করা হবে। এতে আরও প্রযুক্তির মধ্যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্টের মতো ADAS বৈশিষ্ট্যও থাকতে পারে। কোম্পানি এই ধরনের বৈশিষ্ট্য দিলে তা হবে সেগমেন্টে প্রথম। এখনও পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলি কেবল SUV-তে পাওয়া যাচ্ছে। 


আরও পড়ুন : Triumph Tiger Sport 660: ভারতে এল নতুন ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০, দাম কত জানেন ?