কলকাতা: বাড়িতে পড়ে জখম হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Injury)। আজ সন্ধের পরে জখম অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসার পরে বাড়ি ফিরতে চাওয়ায় ফিরে গিয়েছেন তিনি। তারপরে মেডিক্যাল বুলেটিনে বলা হয় যে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে পিছন থেকে ধাক্কা মেরেছে বলে তিনি পড়ে গিয়েছেন। আর এই খবরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। চিকিৎসকদের সামনে, পরিবারের সামনে এবং পুলিশের সামনেও পিছন থেকে ধাক্কা লাগার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Health)। 


সূত্রের খবর, কর্মসূচি সেরে বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই পোশাক পরিবর্তন করতে নিজের ঘরে ঢুকে যান তিনি। তখন পাশের ঘরে বসেছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ পরিবারের অনেকে। তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই পাশের ঘর থেকে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখভালের জন্য সবসময় যে সঙ্গে থাকেন তিনি। তিনি এসে বলেন যে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন।তাঁর কপাল থেকে রক্ত পড়ছে। তখনই সবাই ওই ঘরে দ্রুত ছুটে যান। সূত্রের খবর, সেখানে গিয়ে দেখা যায় মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, বিহ্বল অবস্থায় রয়েছেন, তাঁর কপাল থেকে রক্ত পড়ছে। তারপরেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম  -এ নিয়ে আসেন। 


সূত্রের খবর,  মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে এটাই বলেন যে তাঁর ধাক্কা লেগেছে। সেটাই মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন এসএসকেএম-এর অধিকর্তা। এছাড়াও, মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পদস্থ কর্তাদেরও এটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠেছে। প্রথমত ওই সময় কে তাঁকে ধাক্কা মারল? মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান,  কে ঢুকছে কে বেরোচ্ছে সব দেখা হয়, সর্বক্ষণ সবকিছু নজরে রাখা হয়। তাহলে সেই কড়া নজর এড়িয়ে কীভাবে কেউ মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে যেতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায় ছিলেন পাশের ঘরে। তাঁরাই খবর পান। তাঁরাই হাসপাতালে নিয়ে আসেন। যদি মুখ্যমন্ত্রী ধাক্কা খেয়ে থাকেন, তাহলে হল কীভাবে? কেউ ধাক্কা মারল? নাকি অন্য কোনওভাবে এমনটা হয়েছে। নিরাপত্তা বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে কে তাঁকে ধাক্কা মারতে পারে? এমন প্রশ্নই উঠছে বারবার। এটারই উত্তর খুঁজছে পুলিশ।


এই প্রশ্নের উত্তর খুঁজতে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবাইকে জিজ্ঞেস করে বয়ান নেওয়া হবে। সব তদন্ত করে দেখতে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে লালবাজারের তরফে। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন থাকছে তাতে। সকালেই তাঁর পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সবদিক খতিয়ে দেখা হবে। সব পদ্ধতি অবলম্বন করে সবদিক খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। কালীঘাট থানা ও লালবাজার যৌথভাবে তদন্ত করবেন। এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার মুখ্য়মন্ত্রী ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অভিযোগ ওঠায় গুরুতর প্রশ্ন উঠছে রাজ্যের প্রধানের নিরাপত্তা নিয়ে। 


রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, 'প্রথমেই বলব উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বুলেটিনে যা বলা হয়েছে তা কিন্তু অত্যন্ত সিরিয়াস। সিকিউরিটি কী করছিল?' 


আরও পড়ুন:  'পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট', আর কী বললেন SSKM অধিকর্তা?