কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ ২০২৪, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ দিন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশির জাতকদের জন্য কী কী সম্ভাবনা রয়েছে। কোন রাশির জাতক-জাতিকারা রাগ নিয়ন্ত্রণ করবেন? আগামীকাল বৃহস্পতিবার ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল।


মেষ রাশি (Aries)- কাজের চাপ থাকতে পারে। যদি ওষুধ সংক্রান্ত কোনও কাজ করে থাকেন বা পেশায় ডাক্তার হয়ে থাকেন তাহলে কাজের চাপ বাড়তে পারে। কাপড় ব্য়বসায়ীরা আগামীকাল যদি নতুন পণ্য কিনতে চান, এগোতে পারেন, আপনার পণ্য দ্রুত বিক্রি হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন।


বৃষ রাশি (Taurus)- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তৈরি নিয়ম ভাল ভাবে মেনে চলুন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবহারের উপর নজর রাখুন। নয়তো আপনার ব্যবহারের কারণে গ্রাহকরা আপনার উপর রাগ করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। জীবনসঙ্গী আপনাকে নিয়ে খুব খুশি হবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।


মিথুন রাশি (Gemini) - যাঁরা কর্মজীবন শুরু করেছেন, তাঁরা শুধুই বড় প্যাকেজের লোভ দেখবেন না। দীর্ঘমেয়াদে সমস্য়া হতে পারে। যাঁরা উপহার সামগ্রী বা সাজসজ্জা সম্পর্কিত জিনিসের ব্যবসা করেন তাঁরা আগামীকাল ভাল লাভ পেতে পারেন। প্রেমের সম্পর্কে তর্ক-বিতর্ক হলে সেটিকে বাড়তে দেবেন না। বাড়িতে বিদ্যুৎ সংক্রান্ত কাজ থাকলে তা দ্রুত শেষ করুন।


কর্কট রাশি (Cancer)- কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব থাকলে টিমওয়ার্কের উপর গুরুত্ব দিন। তাহলেই সফল হবেন। বিদেশি সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন। এদিন না পড়ে কোনও কাগজে সই করবেন না। নয়তো সমস্যায় পড়তে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে খেলার সময় তার আশেপাশে থাকুন, নয়তো চোট লাগতে পারে।  


সিংহ রাশি  (Leo)- কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। তবে অফিসেই পছন্দের স্থানান্তর পেতে পারে। বেতনও বাড়তে পারে। ব্যবসায়ীরা নিজেদের অভিজ্ঞতার ব্যবহার করতে পারে। নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ করবেন না। নয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন। যাঁরা আইন নিয়ে পড়াশোনা করছেন তাঁদের সামনে সুযোগ আসতে পারে। ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন।    


কন্যা রাশি (Virgo)- যদি কোনও ভুল করে থাকেন তাহলে অবিলম্বে সেই ত্রুটিগুলি মেনে নিন। ভুলগুলি সংশোধন করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা প্রয়োজনে সংগঠন সংক্রান্ত কাজ করুন। ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তেমন হলে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। যদি কোনও সঞ্চয় থাকে তাহলে এখন তা ব্য়য় করতে পারেন। হঠাৎ করে টাকা খরচ করতে হতে পারে। তরুণরা বাড়ির অবস্থা বিবেচনা করে শখপূরণের কাজ করুন। বিলাসবহুল জিনিস কেনার জন্য টাকা ধার করা উচিত নয়।  


তুলা রাশি (Libra) - দিনটি ভাল যাবে। চাকরিজীবীরা যদি সংস্থা পরিচালনার দায়িত্ব পেয়ে থাকেন তাহলে প্রয়োজন যোগ্য ব্যক্তিদের উপর ভরসা রাখুন। ব্যবসায়ীরা ব্যবসার উন্নতির জন্য নতুন প্রকল্প বাছাই করুন। কোনও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিলে তা ভাল করে নিন। স্বাস্থ্য ভাল থাকবে কিন্তু চোখের সমস্যা উপেক্ষা করবেন না।


বৃশ্চিক রাশি (Scorpio)- কর্মক্ষেত্রে পুরনো ভুলে পুনরাবৃত্তি করবেন না। নয়তো চাকরিতে সমস্যা হতে পারে। ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের কাজ চালিয়ে যেতে হবে। গ্রাহকদের পছন্দের প্রতি যত্ন দিতে হবে। বিবাহিত জীবন ভাল যাবে, জীবনসঙ্গীর সঙ্গে ভাল সমন্বয় বজায় থাকবে। তরুণরা তাঁদের মনকে দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। 


ধনু রাশি (Sagittarius) - কাজের জায়গায় অপ্রয়োজনীয় কোনও কথা বলবেন না। তাহলে আপনার কিছু ফাঁস হয়ে বিরোধীদের কাছে পৌঁছে যেতে পারে। যখনই কথা বলবেন কথাগুলো ছোট ও অর্থপূর্ণ রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি স্বাভাবিক, কোনও প্রকার ক্ষতি হবে না। ব্যবসা স্বাভাবিকভাবে অগ্রসর হতে থাকবে। মন ভাল থাকবে। পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন।


মকর রাশি (Capricorn) - কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য় মিলতে পারে। আপনি রাজের ক্ষেত্রে ভাল পারফর্ম করতে পারবেন। তাহলে আপনার কাজও ভালভাবে সম্পন্ন হবে। পৈতৃক ব্যবসায় বড় বিনিয়োগ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। তরুণদের কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত।  


কুম্ভ রাশি (Aquarius) - এদিনটি খুব ব্যস্ততার মধ্যে কাটবে। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য ব্যস্ততার মধ্যে কাটবে। স্ক্র্যাপ পণ্য ক্রয়-বিক্রয় যাঁরা করেন, তাঁরা প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। তরুণরা ভাল স্মৃতি মনে করে মন ভাল রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। ঘাড়ব্য়থায় ভুগতে পারেন অনেকে।


মীন রাশি (Pisces) - এদিন নানা ঝামেলায় সময় কাটতে পারে। কাজের জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। নতুন দায়িত্বের জন্য কাঁধ শক্ত রাখতে হবে। কাজের জায়গায় কোনও বড় দায়িত্ব পেতে পারেন। তার জন্য চাপ পড়তে পারে আপনার মনে। ব্যবসায় অর্থ লেনদেনের বিষয়ে অংশীদারের সঙ্গে আলোচনা করতে হবে। নয়তো পরে অর্থ নিয়ে আপনার দুজনের মধ্যে বিবাদ হতে পারে। পড়াশোনা ও চাকরির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।    


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: প্রার্থীতালিকা প্রকাশ বামেদের, আপনার কেন্দ্রে তরুণ মুখ? না কি পুরনোতেই ভরসা বামের?