কলকাতা: একধাক্কায় অনেকটা বেতন বাড়ল বাংলার বিধায়কদের। বৃহস্পতিবার বিধানসভায় বেতনবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়ক, প্রতিমন্ত্রী, মন্ত্রী, সকলের বেতন একধাক্কায় ৪০ হাজার টাকা বৃদ্ধি করলেন তিনি। তবে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন বাড়ানো তো দূর, বরং আগের মতোই তিনি বেতন নেবেন না বলে জানালেন মমতা। (West Bengal Assembly)
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় 'বাংলা দিবস' এবং রাজ্য সঙ্গীতের প্রস্তাব পাস হয়। সেই ভোটাভুটি মেটার পরই বিধায়কদের বেতনবৃদ্ধির ঘোষণা করেন মমতা। জানান, দেশের মধ্যে বাংলার বিধায়করাই সবচেয়ে কম বেতন পান। মমতা এদিন বলেন, "চলাফেরা, দু'টো খাওয়া, সবই ওই টাকায় করতে হয়। সেটা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত।"
রাজ্যের সব বিধায়ক, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের বেতন বৃদ্ধি হয়েছে। মমতা জানান, প্রতি মাসে এতদিন ১০ হাজার টাকা বেতন পেতেন বিধায়করা, তা বেড়ে ৫০ হাজার টাকা হল। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা পেতেন, তা হল ৫০ হাজার ৯০০। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। তবে শুধুমাত্র বেতন পান না বিধায়ক-মন্ত্রীরা। ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্যও বাড়তি টাকাও পান। সেই নিরিখে এতদিন বিধায়করা ৮১ হাজার টাকা পেতেন, এখন তা বেড়ে ১ লক্ষ ২১ হাজার টাকা হল। বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীরা ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন, তাঁরা এবার ১.৫০ লক্ষ টাকা পাবেন।
আরও পড়ুন: Bengal Day: ১লা বৈশাখ ‘বাংলা দিবস’, ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস প্রস্তাব
এর পর উঠে দাঁড়িয়ে বলেন, "স্পিকারকে সম্মান জানিয়েই বলছি, সাত বারের সাংসদ আমি। ১ লক্ষ টাকার বেশি পেনশন প্রাপ্য। কিন্তু একটি পয়সাও নিই না। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবেও এক পয়সা নিইনি কখনও। আমি মনে করি, মা-মাটি-মানুষের সরকার, যতটা প্রয়োজন, ততটাই দরকার। বাইয়ের রয়্যালিটিতেই চলে যায় আমার।"