কলকাতা : গতকালের আইপ্যাকের অভিযানের মাঝে নিজের উপস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন , 'আপনারা মিটিং করলে, পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ, কে না আছে ! আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভীতুর দল, ...প্যারা মিলিটারি দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে, তুমি ল্য ইন অর্ডারে ইনটারফেয়ার করছ ?!.... আমি কালকে যা করেছি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি, এবং যা করেছি, আমি কোনও অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসেছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মত কেন এসছো ? তুমি চুরি করে, সব মানুষের এসআইআর এর টাকা তুলে নিয়ে যাচ্ছিলে ! '
আরও পড়ুন , "আমার কাছে সব পেনড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে, ফাঁস করে দেব..", হুঁশিয়ারি মমতার