নয়াদিল্লি: অনেকেই তাঁকে বিশ্বক্রিকেটের পোস্টারবয় বলে মনে করেন। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা প্রসঙ্গে নতুন করে বলার কিছুই থাকে না। তিনি যাই করেন, তাই খবরের শিরোনাম কেড়ে নেয়। সপ্তাহান্তেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফের একবার ভারতের হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে। তবে এবার তিনি তাঁর খেলার জন্য নয়, বরং মাঠের বাইরে এক ছবির জন্য চর্চার কেন্দ্রে।

Continues below advertisement

বর্তমানে নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য ভারতে থাকলেও কোহলি বর্তমানে সপরিবারে সিংহভাগ সময়ই লন্ডনে থাকেন। সম্ভবত যুক্তরাজ্যের একটি রাস্তায় বিরাট কোহলি এবং প্রাপ্ত বয়স্কদের সিনেমার অভিনেত্রী কেন্দ্রা লাস্ট (Kendra Lust) একসঙ্গে ফ্রেমবন্দি হন। ছবিতে হাসিমুখে কেন্দ্রার পাশে পোজ় দিতে দেখা যায় বিরাটকে। অভিনেত্রী নিজেই ৭ জানুয়ারি, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের মহাতারকার সঙ্গে নিজের এই ছবি শেয়ার করেন। তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, 'অতর্কিতে যে কোনও সাক্ষাৎ সবসময়ই বিশেষ হয়। সকলের অনুপ্রেরণা এবং সত্যিই একেবারে মাটির মানুষ। ' 

স্বাভাবিকভাবেই ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। অনেকেই আবার এই ছবিটির সত্যতা যাচাই করতে চান। বিরাট বিজয় হাজারে ট্রফি এবং তারপর কিউয়ি সিরিজ়ের জন্য প্রায় মাসখানেক আগে এ দেশেই চলে আসেন। অনেক অনুরাগীই তাই প্রশ্ন করেন এই ছবিটি ঠিক কবে তোলা হল। আসলে এই ছবিটি আসল নয়। দুইজনের একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিটি তোলা নয়, বরং এআইয়ের মাধ্যমেই এই ছবিটি তৈরি করা হয়েছে। কেন্দ্রা ও কোহলির সাক্ষাৎকারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Continues below advertisement

 

কেন্দ্রা লাস্ট কিন্তু এই প্রথম নয়, প্রায়শই এমন এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। অতীতে এই প্রযুক্তির মদতেই সলমন খান এবং শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করেও ওই অভিনেত্রী ভারতীয় হেডলাইন কেড়ে নিয়েছিলেন। এবার কোহলির সঙ্গে ছবি শেয়ার করে তিনি চর্চার কেন্দ্রে।