আশাবুল হোসেন, আলিপুরদুয়ার: রাজ্যে শুরু হচ্ছে আরও এক নয়া সরকারি প্রকল্প (Govt Scheme)। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে প্রথমেই কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান কেন্দ্রীয় সরকার ওবিসিদের (OBC) স্কলারশিপের (Scholarship) টাকা বন্ধ করেছে। কিন্তু তিনি তা হতে দেবেন না। নয়া একটি প্রকল্পের মাধ্যমে ওবিসিদের সেই টাকা দেবেন তিনি। এরপরই সরকারি একটি নতুন প্রকল্পের কথা জানান তিনি।
আলিপুরদুয়ারের সভা থেকে এদিন মমতা বলেন, 'যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে। এই যে ওবিসিদের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা বলেছি ৮০০ টাকা করে দেব, নাম দিয়েছি মেধাশ্রী (Medhashree)। যাঁরা ওবিসি তাঁদের একটা নাম দেওয়া উচিত, মেধাশ্রী দিয়েছি, টাকাটা যেহেতু আমরা দেব। আজ থেকে ওবিসিরা পাবেন মেধাশ্রী স্কলারশিপ'।
শুধু তাই নয়, কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা নিয়েও এদিন সরব হন মমতা। আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বলেন, '১০০ দিনে যাঁদের দিয়ে কাজ করিয়েছ, তাঁদের টাকা দেবে না। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছ, তোমাদের টাকা নয়। নেতারা এসে বলে সব দিল কে, নাকি তারা দিল। কোথার থেকে তারা দিল, আমার ঘরে মাছের তেলে মাছ ভাজা। রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে কেন্দ্রীয় সরকার। আমরা ৬০ শতাংশ টাকা পাই, সেই টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না।'
আরও পড়ুন, সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ, আজ ফের সিবিআইয়ের মুখোমুখি হুগলির যুব তৃণমূল নেতা
মমতার কথায়, 'এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। কাস্টমস ডিউটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। জিএসটিও তুলে নিয়ে যাচ্ছে। এখন নকুলদানা কিনতে গেলেও কদিন বাদে ট্যাক্স লাগবে। সব টাকা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা তুমি আমাদের দিচ্ছ না। আমি দেখতে চাই কদিন এটা চলে, আমি ভিক্ষা চাইব না, আমি ভিক্ষা করার লোক নই'।