পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই সংক্রান্ত বিশেষ তথ্য তাঁর কাছে ছিল। সেই খবর সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতেই তাঁর বাড়িতে যাচ্ছিলেন। পুলিশি জেরায় এমনই দাবি করেছেন কালীঘাটে ( Kalighat ) মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে ধৃত শেখ নুর আমিন ( Noor Amin ) ।



পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার জন্য পুলিশের বোর্ড লাগানো গাড়ি ব্যবহার ছাড়াও নিজেকে বিএসএফের ডিজি বলে পরিচয় দেন নুর আমিন। তাঁর গাড়ি থেকে নাইন এম এম পিস্তলের মতো দেখতে একটি আগ্নেয়াস্ত্র, IPS লেখা কালো রঙের বেল্ট, রাজ্য পুলিশে স্টিকার লাগানো টুপি, পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার, ভোজালি ও মাদক উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

ঘড়িতে তখন সকাল সাড়ে ১০টা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে সার সার দিয়ে দাঁড়িয়ে পুলিশের গাড়ি। হঠাৎ পুলিশ বোর্ড লাগানো, কালো রংয়ের একটি গাড়ি সেখানে এসে দাঁড়ায়। যার নম্বর WB06 U0277। গাড়িটি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ অফিসারদের। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি ঘিরে ফেলেন। পুলিশ সূত্রের খবর, প্রশ্ন করতেই, ওই ব্যক্তি নিজেকে নুর আমিন বলে পরিচয় দেন। কী করেন, জানতে চাওয়ায়, উত্তর আসে - আমি BSF-এর ডিজি! সন্দেহ হওয়ায় পুলিশ অফিসাররা আইকার্ড দেখতে চান। পুলিশ সূত্রের দাবি, সেই আইকার্ড দেখে সন্দেহ আরও দৃঢ় হয়। নুর আমিনকে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। 


পুলিশ সূত্রের দাবি, গাড়িতে তল্লাশি চালিয়ে, একে একে উদ্ধার হয়, IPS লেখা কালো রঙের বেল্ট!  ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টিকার লাগানো টুপি। গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের স্টিকার! পুলিশ সূত্রে দাবি, ওই গাড়ি থেকেই পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, ভোজালি ও মাদক!  

এ বিষয় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' উদ্বেগের বিষয়। পুলিশের লোকেরা শুধু রাজনীতি করতে ব্যস্ত। আনস্কিলড হয়ে গেছে। শান্তনু সিন্হা বিশ্বাসদের যদি সবসময় বাজার করতেই কাজে লাগায়। তাই এই অবস্থাই হবে। পুলিশের কাজ তো রাখি বন্ধন, ফুটবল বিতরণ, ছাপ্পা মারা, ব্যালট বক্স পাল্টানো, ব্যালট ছেঁড়া, সার্টিফিকেট ছেঁড়া। ইমিডিয়েটলি কলকাতার পুলিশ কমিশনার এবং আইসি কালীঘাট, দুজনের সাসপেন্ড হওয়া উচিত ' 


আরও পড়ুন :


মহিলা পুলিশ কর্মীকে কামড়ানোর অভিযোগ, BJP র কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial