নয়া দিল্লি: লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে মঙ্গলবার বারাণসী যাবেন নরেন্দ্র মোদী (PM Modi)। জয়ের পর এই প্রথম সংসদীয় এলাকা বারাণসীতে পৌঁছবেন তিনি, এমনটাই খবর। শুধু তাই নয়, কৃষকদের জন্যও বড় ঘোষণা করতে চলেছেন তিনি।                                                                                                                        


কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী, শ্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ২০ হাজার কোটি টাকার কিষাণ সম্মান নিধি ৯.২৬ কোটি উপকারভোগী কৃষকদের অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে স্থানান্তর করা হবে৷ এর পরে, স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজার মহিলাকেও শংসাপত্র দেওয়া হবে। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী সহ আরও একাধিক ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। 


সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে সরাসরি মেহেদীগঞ্জ জনসভাস্থলে যাবেন। বারাণসী পৌঁছনোর পর মেহেদিগঞ্জে কিষাণ সম্মান সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পুজো করবেন এবং দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতেও অংশ নেবেন। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার দোষ মালগাড়ির চালকের? না অন্য কারণ? সামনে এল নতুন তথ্য


সূত্রের তরফে জানা গিয়েছে, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর, তিনি মঙ্গলবার বাবা বিশ্বনাথ মন্দিরে যাবেন তিনি। দশাশ্বমেধে মা গঙ্গার দর্শন করবেন এবং আরতিতেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী বারাণসীতে রাত্রি যাপন করবেন। পরের দিন অর্থাৎ বুধবার বিহারের নালন্দায় রওনা হবেন তিনি।


ইতিমধ্যেই সাজ সাজ রব বারাণসীজুড়ে। পুলিশ লাইন থেকে দশশ্বমেধ ঘাট পর্যন্ত পুরো যাত্রাপথে কাশীর মানুষের পাশাপাশি বিজেপি কর্মীরা শঙ্খ বাজিয়ে, গোলাপের পাপড়ি বর্ষণ করে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলেই খবর।