কলকাতা: রাজ্যে নথিভুক্ত হচ্ছে ভুয়ো ভোটার? ২৬-এর বিধানসভা ভোটের আগে, এমনই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার দলের কর্মিসভা থেকে এবার আরও 'প্রমাণ দেখালেন' মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, 'ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। অনলাইনে একটা এজেন্সি তালিকায় গণ্ডগোল করেছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ড, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ সাবসিডুয়ারি নামে এখানে এজেন্সি খুলেছে। এজেন্সি খুলে ডেটা অপারেটরদের কাছে গিয়েছে এরা, ফিল্ড সার্ভে করেনি। রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম। রাজ্যে ভোট হবে, ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা!'
এদিন কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'এই স্যাম্পেল সার্ভে করে দেখা গিয়েছে এই বহিরাগত ভোটারদের বেশিরভাগই হরিয়ানা, গুজরাতের।' এরপরই সুর চড়িয়ে মমতা বলেন, 'বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না'।
আরও পড়ুন, 'চার্জশিটে ২ জায়গায় শুধু আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ', চ্যালেঞ্জ অভিষেকের
এর আগেও ভুয়ো ভোটার নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা। বিজেপির ৪০ লক্ষ ভোট বাড়ল কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা কী করেছিলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মমতা বলেছিলেন, 'আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছে। ২০ হাজার থেকে ৩০ হাজার। বাইরের লোকের নাম ঢোকাবে। আর নির্বাচন কমিশন ভোট করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেব। এই চুরিটা আমরা ধরে ফেলেছি।'
সম্প্রতি বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় ভূতুড়েকাণ্ড! মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম উঠেছে অঞ্চলের ভোটার তালিকায়। তালিকায় এমন একাধিক নাম রয়েছে, যাঁরা না কি এলাকার বাসিন্দাই নন! একই ফোন নম্বরে তোলা হয়েছে চার-পাঁচজনের নাম। পঞ্চায়েত প্রধানের দাবি, তালিকায় নামের পাশে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে জানা গেছে অনেকেই উত্তরবঙ্গের বাসিন্দা। এমন ভূতুড়েকাণ্ড ঘটল কীভাবে? বিষয়টি বিডিওকে জানিয়েছেন প্রধান। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে