নয়া দিল্লি: রবিবার তিন রাজ্যে বিজেপির (BJP) জয়ের পর থেকেই আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি শিবির। বিজেপির তিন রাজ্য জয়ের পর থেকেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, সোমবার বিধানসভায় লাড্ডু বিলি করে চোর চোর স্লোগান তুলবেন তিনি ও তাঁর দলের বিধায়করা। সেই মতোই সোমবার, বিধানসভায় ফের ওঠে 'চোর স্লোগান'। যা নিয়ে এবার পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
শুভেন্দুর চোর স্লোগানের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বলছে আমি নাকি চোর, আমি অন্যের পয়সায় এককাপ চা পর্যন্ত খাইনি, আমি মানুষের সকাল হয়েই থাকব'।
এদিন দুপুরে বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। লাডডু বিলি করে, ঢাক-ঢোল বাজিয়ে তিন রাজ্যে জয়ের বিজয়োল্লাসে মাতেন বিজেপির বিধায়করা। 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে মিছিল করেন বিজেপি বিধায়করা।
তবে শুধু মমতা নয়। শুভেন্দুর 'চোর' স্লোগানের পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পকেটমার বলে অভিহিত করেছেন। 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা নিতে দেখা গেছে তিনি অন্যকে চোর বলেন কীভাবে ?' নারদকাণ্ডের প্রসঙ্গে উল্লেখ করে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, 'বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আসছে না টাকা'! কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন প্রধান
বিজেপির জয়ের পরই সরাসরি মমতাকে আক্রমণ করেন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, মমতা হারবে সব জায়গাতে। চোর চোর চোর, মমতা চোর, সাফ সাফ সাফ, সাফ হবে। পুরো সাফ হয়ে যাবে।
যদিও এর পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'যে সব থেকে বেশি চেল্লাচ্ছে, তাঁকে টাকা নিতে টিভির পর্দায় দেখা গেছে। চোরটা কে? নিজেই পকেট কেটে, একটু দৌড়ে গিয়ে, পালিয়ে গিয়ে তারপর চোর চোর বলে চেল্লাত, বিজেপির নেতারা হচ্ছে ওই পকেটমার। আমি তো বলেছি, নারদায় যাঁরা যুক্ত রয়েছে, যেমন ২০২১ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতার আসার পরে, সঙ্গে সঙ্গে ৭ দিনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিমদের গ্রেফতার করা হল। তাহলে নারদের মুখ্যচরিত্রে যিনি ছিলেন, শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হবে না?'
ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল হোক কিংবা বিজেপি, রাজনীতি এখন যেন উত্তাল 'চোর' স্লোগানেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে