করুণাময় সিংহ, মালদা: কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কার করছেন খোদ পঞ্চায়েত প্রধান। বর্ষায় বেহাল রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীদের সঙ্গে নিজের হাতে কোদাল ঝুড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন প্রধান। মালদা গাজলের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকার এই ছবি। বর্ষায় রাস্তা বেহাল হয়ে গেছে। সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। পঞ্চায়েত প্রধানের দাবি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের খাতে টাকা বরাদ্দ হবে কিনা তা নিয়ে তিনি সন্ধিহান। তাই এই উদ্যোগ গ্রহণ করেছেন।যদিও সংসদে নির্দেশে পঞ্চায়েত প্রধান ও বিজেপি নেতারা নাটক করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে নাটকের অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
মালদার গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুরের বর্ষায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল। যার ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীদের যাতায়াতে সমস্যা তৈরী হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ফসল ও রবিশস্য ঘরে তোলা পালা। ফলে ভ্যান মোটর চালিত গাড়ি এই রাস্তা জেলে যে কোন সময় উল্টে যেতে পারে।
অভিযোগ, বিষয়টি নিয়ে গ্রামের বাসিন্দারা প্রধান ও প্রশাসনকে বার বার জানিয়েছে অথচ রাস্তা সংস্কারের কোন উদ্যোগ দেখায়নি। অন্যদিকে, গাজোল ২ নম্বর গ্রামপঞ্চায়েত বিজেপি পরিচালিত হওয়ায়ী রাস্তার স্কিম করলেও বর্তমান শাসকদল তৃণমুল কংগ্রেস পরিচালিত হওয়ায় তা হবে কি না তাও সন্দেহ রয়েছে। তাই প্রধান নিজেই মাটি কেটে ঝুড়িতে করে নিয়ে রাস্তা সংস্কার করছে।
গ্রামের বাসিন্দা রোজিনা মন্ডল বলেন, এখানে পাইপ ছিল। বর্ষার জলে ফেটে গিয়ে রাস্তাটা কেটে গিয়েছে গর্ত হয়ে গিয়েছে। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আমরা প্রধানকে জানিয়েছি। কিন্তু রাস্তা সংস্কার হয়নি। তাই আমরা রাস্তা সংস্কারে কাজ করছি নিজেদের উদ্যোগে। প্রধানও রাস্তা সংস্কারের কাজ করছেন।
আরও পড়ুন, 'হারের রাগ সংসদে দেখাবেন না, পরাজয় থেকে শিক্ষা নিন', বিরোধীদের বার্তা মোদির
প্রধান উর্মিলা রাজবংশী জানান, বর্ষায় রাস্তা বেহাল। অথচ সংস্কার হয় না। এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। রাস্তার জন্য স্কিম দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের খাতে টাকা বরাদ্দ হবে কিনা তা নিয়ে তিনি সন্ধিহান। তাই নিজেই মাটি কেটে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, মানুষের কাজ করতে চাই।
জেলা তৃণমুলের সহ সভাপতি দুলাল সরকার বলেন,তৃণমুল কংগ্রেস ভোটের রাজনীতিতে রাহাজানি করে না বিজেপির মত। সেই বিজেপি প্রধান মনে করছে কেন্দ্রীয় সরকার মানুষের টাকা বন্ধ করে তৃণমুল কংগ্রেসের উপর যে অত্যাচার করছে সেই ভয়ে ভাবছে তৃণমুল কংগ্রেস করবে সেটা তৃণমুল করে না। সেখানে সাংসদ বিধায়ক বিজেপির তারা লোকসভা ভোটের আগে রাজনীতি করছে। নাটক করছে। পাঁচ বছর বিজেপি সাংসদ বিধায়ক কোন কাজ করেনি। তাই সাংসদের টাকায় বিজেপিরা কিছু কাজ করছে নাটক করছে। লোকসভা ভোটের আগে সাংসদের নির্দেশে তারা এই সব করছে। বিজেপির এটা নাটক।
বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, গাজোলের প্রধানকে আমি ধন্যবাদ জানাব। এই প্রশাসনের রাজত্বে এই রাস্তা সংসার হবে, গরীব মানুষ পরিষেবা কি আদৌ পাবে? তাই প্রধান নিজেই নেমেছেন। নাটক তো আমরা করছি না, নাটক করছে তৃণমুল কংগ্রেস। ওরা নাটক করে রাজ্যে এখানে চেয়ার ধরে রাখার জন্য পুলিশকে ব্যবহার করছে, স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছে।'