উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: গত বছরের তুলনায় এবছর রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। রাজ্যের (West Bengal) পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রবিবারেই রাস্তায় ঝাড়ু হাতে নামেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন ডেঙ্গি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির। যদিও, স্পিকার নাকচ করায় বিধানসভার ভিতরেই স্লোগান বিজেপি বিধায়কদের। 


এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বলেন, 'রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বেশি। ডেঙ্গি আবার ট্রেন্ড, কোনও বছর কম হয়, কোনও বছর বেশি। আমরা জোর দিয়েছি, কিন্তু পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। ফলে কাজ করতে পারছে না, নিজের নিজের এলাকায় নজর রাখুন', বিধানসভায় জনপ্রতিনিধিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 


পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়েছেন। মমতা বলেন, 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এও বলেন, কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব। 


আরও পড়ুন, বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা


এদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ফের পথে নামল বিজেপি। বিধানসভার অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায়, এদিন বিধানসভার বাইরে পথচলতি মানুষকে মশারি বিলি করেন বিজেপি বিধায়করা। 


রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি


রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৩৬৯। গতবছর এই সময় রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ২ হাজার ৪৫০। শুধুমাত্র গত সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। এবার গ্রামীণ এলাকা থেকে ডেঙ্গি আক্রান্ত ৭২ শতাংশ। শহর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ২৮ শতাংশ।  ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। জেলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাগুলির মধ্যে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১৯ জন। নদিয়ার রানাঘাট পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬। এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভা এলাকায় ১১ এবং হাওড়া পুরসভা এলাকায় ৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।