ঝিলম করঞ্জাই, কলকাতা: পুজোর (Durga Puja) আগে ঘুম কাড়ছে ডেঙ্গি (Dengue)। শুধু তাই নয়, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ, রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর। এই প্রেক্ষিতে ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।            



ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ'। 


ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন, সূত্র মারফৎ  খবর। 


রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি। ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। সরকারি মতে সংখ্যাটা ৩ হলেও, বেসরকারি মতে ৪৭। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ তৃণমূল সরকার। এই অভিযোগ তুলে পথে শুক্রবার পথে নামে দুই বিরোধী দল বিজেপি ও কংগ্রেস। 


এদিন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল। কিন্তু স্বাস্থ্য ভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা গার্ডরেল ভাঙার চেষ্টার করে বিক্ষোভকারীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে বালি ছুড়ছে বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 


এদিন ১৩ ও ১৪ নম্বর বরোয় বিক্ষোভ দেখায় কংগ্রেসও। এরইমধ্যে, ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতিতে, রাজ্যের স্বাস্থ্য দফতরকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ। নভেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। সেক্ষেত্রে রোগী সংখ্যা বাড়লে যেন তৈরি থাকে হাসপাতালগুলো। পর্যান্ত টেস্ট কিট রাখতে হবে। ডেঙ্গির হটস্পট চিহ্নিত করতে হবে।