অমিত জানা, পশ্চিম মেদিনীপুর:  সাধু সেজে বাড়িতে পুজোর নাম করে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দিল ২ প্রতারক। পুজোর হাঁড়ির মধ্যে রেখে দিয়ে গেল জ্যান্ত বিষধর সাপ ।  ঘটনাটি ঘটেছে বেলদা থানার সাউরী গ্রাম পঞ্চায়েতের একারুখী এলাকায়।


 বৃহস্পতিবার একারুখী গ্রামের বাসিন্দা, মাখন জানার বাড়িতে সাধুবেশে  আসে 'দুই প্রতারক' ( Fraud Saint ) । বাড়িতে দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিতে অনুরোধ করে গৃহস্থকে। খাওয়ার বন্দোবস্ত করে দেওয়ার পর বাড়ির মালিক খোকন জানাকে ওই দুই সাধু বাস্তুতে দোষ রয়েছে বলে জানায়। প্রতিকার হিসেবে বাড়ির মালিককে পুজো করানোর প্রস্তাব দেয়। দাবি করে, দোষ কাটিয়ে দিলে  পরিবারে বাস্তু জনিত কোনও অমঙ্গল হবে না। তারপর তাদের যোগাযোগের নম্বরও দিয়ে যায় গৃহস্থকে। 


এরপর ওই দুই সাধু শুক্রবার ফের সকালে তার বাড়িতে আসে পুজো করার জন্য। একটি হাঁড়িতে ঘট প্রতিষ্ঠা করে পুকুর থেকে জল নিয়ে এসে তাতে ফুল দিয়ে পুজো শুরু করে তারা ঘরের মধ্যেই। এবং ওই পুজোর কথা তিন দিন যেন কাউকে না জানানো হয়, বাড়ির লোকেদের সাবধান করে দেয় তারা। 


 বাড়ির মালিক মাখন জানার বক্তব্য, দুই সাধু বলে বাস্তুর দোষ কাটাতে পঞ্চভস্ম লাগবে। পঞ্চভস্ম জোগাড় করতে না পারায় বলে সোনা গয়না দিলেও চলবে। পুজো হয়ে গেলে সোনার গয়না ফেরত দিয়ে দেওয়া হবে, বলে পুজো শুরু করে। হাঁড়ির মধ্যে গয়না রেখে দিয়ে চাপা দিয়ে দেয় তারা। তারপর তারা বলে কিছুক্ষণ পরে এসে বাস্তুদোষ কাটিয়ে দেবো , আমরা চা খেতে যাচ্ছি। তারপরে সন্ধে গেলেও তারা ফিরে না আসায় সন্দেহ হয় বাড়ির লোকের। হাড়ি খুলতেই দেখেন হাঁড়ির মধ্যে রয়েছে জ্যান্ত সাপ। গয়না নেই ! 

 বাড়ির আর এক সদস্যা পুষ্পিতা  জানা জানান, ' সাধুবেশী লোকগুলো বলেছিল শুক্রবার পূর্ণিমা রয়েছে । পূর্ণিমার দিন যাগ-যজ্ঞ পুজো করলে বাস্তু দোষ কেটে যাবে। সেইমতো শুক্রবার সাধুরা এসে পুজোর কাজ শুরু করে এবং সমপরিমাণ পঞ্চ ধাতু এবং গয়না দিতে বলে। আমার দুই ভরি মত গয়না পুজোর জন্য দিয়ে দেই। পুজোর মাঝে বলেন যে পাশের বাড়ি থেকে ফিরে এসে আর বাকি কাজটা সম্পন্ন করবেন। ফিরে না আসায় ফোন করলে ফোন আর ধরেননি। সন্দেহ হওয়ায় পুজোর হাঁড়ির যে ঘট খুলে দেখা যায় তার মধ্যে বিষাক্ত সাপ রয়েছে। সোনার গয়না নেই। একাধিকবার ফোন করা হলে ফোনের সুইচড অফ । '

পুলিশে খবর দেওয়া হলে বেলদা থানার পুলিশ আসে। আর এই ঘটনার জেরে একারুখী গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই প্রতারক সাধুর খোঁজ চালাচ্ছে বেলদা থানার পুলিশ। 

আরও পড়ুন : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে