Motorola Smartphones: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে (Flipkart Big Billion Day Sale) মোটোরোলার (Motorola Smartphones) একাধিক ফোনে থাকতে চলেছে ব্যাপক ছাড়। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। ২৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রিও শুরু হয়েছে ভারতে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের দামে বিশেষ ছাড় থাকতে চলেছে। এর পাশাপাশি মোটো জি৫৪ ৫জি, মোটো জি৮৪ ৫জি, মোটো জি৩২, মোটো ই১৩ এবং মোটো এজ ৪০- এই ফোনগুলির দামেও ছাড় থাকতে চলেছে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রেও ছাড় পাবেন ক্রেতারা। 


মোটোরোলা এজ ৪০ নিও ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, মোটোরোলার এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। মোটোরোলা সংস্থা জানিয়েছে, এই দুই ফোন পাওয়া যাবে যথাক্রমে ২০,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকায়। এরপর আরও ছাড় পাওয়া যাবে এবং তখন মোটোরোলার এই দুই ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। 


মোটোরোলা জি৫৪ ৫জি- চলতি মাসের শুরুর দিকে এই ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। দাম ছিল যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। এর পরেও থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে মোটোরোলার এই ফোনের দাম হবে যথাক্রমে ১২,৪৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা। 


মোটো জি৮৪ ৫জি- সেপ্টেম্বরের শুরুতেই এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের সময় দাম ছিল ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম হবে ১৭,৯৯৯ টাকা। এরপর আরও কিছু ছাড় যুক্ত হলে এই ফোনের দাম আরও ১০০০ টাকা কমে হবে ১৬,৯৯৯ টাকা। 


মোটো ই১৩- এই ফোনের ২ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে ৭৯৯৯ টাকা, ৭৯৯৯ টাকা এবং ৮৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে মোটো ই১৩ ফোনের তিনটি ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ৫৯৯৯ টাকা, ৬৪৯৯ টাকা এবং ৭৪৯৯ টাকা। 


মোটো জি৩২- এই ফোন লঞ্চ হয়েছিল ১১,৯৯৯ টাকায়। তবে এখন দাম ৯৯৯৯ টাকা। আরও এক হাজার টাকা কমে অর্থাৎ ৮৯৯৯ টাকায় এই ফোন কেনা যাবে। এর সঙ্গে আরও ছাড় থাকতে পারে। মোটোরোলা এজ ৪০ ফোনের দামেও থাকবে ছাড়। তবে তা ঘোষণা করা হবে ৮ অক্টোবর। এছাড়াও মোটোরোলা এজ ৩০ ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, মোটো জি১৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং মোটো ই৩২ ফোনের দামেও ফ্লিপকার্টে দেওয়া হবে বিশেষ ছাড়। তার ফলে এই তিন ফোনের দাম হবে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা, ৮৯৯৯ টাকা এবং ৮০৯৯ টাকা। 


মোটো জি১৪- এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৯৯৯৯ টাকা। ফ্লিপকার্টের ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের দাম আরও কমে হবে ৮০৯৯ টাকা। 


মোটো জি৭৩- এই ফোনের আসল দাম ছিল ১৮,৯৯৯ টাকা। ছাড় যুক্ত হওয়ার পর এই ফোনের দাম হয়েছে ১৫,৯৯৯ টাকা। এর উপর আরও কিছু অফার যুক্ত হলে তার দাম হবে ১৪,৯৯৯ টাকা।  


মোটোরোলা এজ ৩০ ফিউশন এবং মোটোরোলা এজ ৩০ আলট্রা- এই দুই ফোনের লঞ্চের সময় আসল দাম ছিল ৪২,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা। ছাড় যুক্ত হওয়ার পর এই দুই ফোনের দাম হয়েছে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৪৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই দুই ফোনের দামে যুক্ত হবে আরও ব্যাঙ্ক অফার। তার ফলে দাম আরও কমে হবে ২৯,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে প্রায় ৪৫ ঘণ্টা, ভারতে হাজির নয়েজের নতুন ইয়ারবাডস, দাম কত?