আজ ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এছাড়াও বহু চিকিৎসক এই বৈঠকে যোগ দেন। সেখান থেকেই এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, 'ইনটার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার টাকা করে বাড়ানো হল'।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ানো হল ১৫ হাজার টাকা করে। ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হবে ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। আর পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হবে ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লক্ষ।চিকিৎসকদের ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে'।
তিনি এও বলেন, 'স্বাস্থ্যসাথীর সাফল্যে ডাক্তারদের বিরাট অবদান রয়েছে। বাংলায় এখন দেশের সেরা গণ-পরিকাঠামো। সরকারি হাসপাতালে ইতিমধ্যেই ৪০ হাজার বেড বেড়েছে। পাশাপাশি ডাক্তারের সংখ্যা অনেক বেড়েছে। ২৫ হাজারের বেশি নার্সের সংখ্যাও বেড়েছে। জেলা হাসপাতালগুলিকে বলি, হঠাৎ করে রেফার করবেন না। কারণ কলকাতায় সামলানো অসুবিধা হয়ে যায়'।
আরও পড়ুন, মত্তদের দৌরাত্ম্য-ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর! 'এ কী হল আমার'... শোকে পাথর মা
মমতার কথায়, 'কলকাতায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। কিছু দুষ্টু লোক আছে, যারা কাজের কাজ করে না। যারা অকাজ করে। একটা মামলা ঠুকে দিল, আর সব আটকে রইল। ডেঙ্গি, ম্যালেরিয়া, কালাজ্বরের টিকায় বাংলা এক নম্বরে। সরকারি ডাক্তারদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ বছর করা হয়েছে। মহিলা ডাক্তারদের জন্য ৫ টি হোস্টেল তৈরি হচ্ছে। আমাদের পাওনা অনেক টাকা পয়সা বন্ধ রাখা হয়েছে। জিএসটির যে ভাগ রাজ্যের পাওয়ার কথা, তা আমরা পাই না।'
হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'হাসপাতালের নিরাপত্তায় এক্স সার্ভিসম্যানদের রাখা হোক। পুলিশকেও নজরদারি বাড়াতে হবে। পুলিশকে মোবাইল ভ্যান আরও বাড়াতে হবে। আজকাল সাইবার ক্রাইম হচ্ছে। সেই অপরাধ ঠেকাতে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। গলির কোনায় কোনায় ওয়াচ টাওয়ার লাগাতে হবে। দরকার হলে সাংসদ, বিধায়কদের তহবিল থেকে টাকা নিয়ে ওয়াচ টাওয়ার তৈরি করা হোক'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে