কলকাতা: এরাজ্যের মহিলাদের জন্য সুখবর। ডিসেম্বর থেকে আরও মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 


নতুন করে কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার?                  


লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। আর সেদিনই লক্ষ্মীর ভাণ্ডারে আরও নাম নথিভুক্ত হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হল। এটা আজীবন পাবেন। বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে ২ কোটি ২১ লক্ষ। ১ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে।'' 


এদিন মুখ্যমন্ত্রী বলেন,আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অমূল্য সম্পদ। সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে যে আবেদনগুলি পাই, সেগুলি সবই দেখি। তাতে এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজারের মতো আবেদন পেয়েছিলাম। তাছাড়াও দুয়ারে সরকারের মাধ্যমে অনেক আবেদন এসেছে। সেসব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসের ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাস থেকেই তাঁরা টাকা পাবেন। তাঁরা যতদিন বেঁচে থাকবেন। এর জন্য বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। অন্য রাজ্যে অনেক শর্ত আছে। বাংলায় নেই। একটা পরিবারে চার জন মহিলা থাকলেও পায়। এটা তাঁদের গর্ব। অন্য রাজ্যে সাইকেল, স্মার্ট ফোন থাকলে পাওয়া যায় না, বাংলায় এমন কোনও শর্ত নেই। আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ব বোধ করি। আমাদের তফশিলি জাতি উপজাতি শ্রেণিভুক্তরা ১২৫০ টাকা ইতিমধ্যেই পায়। সাধারণরা ৫০০ ছিল ওটা ১০০০ করা হয়েছে বাড়িয়ে। যে কোনও রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখান, যাঁরা শুরু করেছেন দু মাস-তিন মাসের জন্য, মিলিয়ে দেখান তো এই পরিমাণ কোথাও আছে কিনা। শুধু তাই নয়, বিধবা ভাতায় আবেদন করতে হবে না। ৬০ বছর হলে স্বাভাবিকভাবেই চলে যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়