কলকাতা: ঊর্ধ্বমুখী আলুর দাম। এবার রফতানিতে রাশের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রীর। আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রফতানি রাশের পথে: শীতের শুরুতেই সবজির চড়া দাম। শীতকালীন সবজি শুধু নয়, আলু-পেঁয়াজেরও দাম বেশি। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০-৩৫ টাকায়, চন্দ্রমুখী আলু এক কেজির দাম ৪০ টাকা। কাঁচা লঙ্কা, গাজর ১০০ টাকা কেজি। পেঁয়াজ ৮০ টাকা। আদা-রসুনের দামও আকাশছোঁয়া। আদা ৩০০, রসুন চারশো টাকা কেজি। আনাজপাতির দাম বাড়ায় সাধারণের পকেটে টান। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না। বর্ডার দিয়ে বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না। নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে। বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও। রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক। আমি এক টাকাও নিই না, অন্য কেউ নিলে ছাড়া কেন হবে ? দুর্নীতি করলে আমি বাঁচাব না। বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে?''
চলতি মাসেই দেখা যায় খানাকুল গ্রামীণ হাসপাতালের জেনারেটর রুম দখল করে ধান, আলুর গুদাম বানিয়ে ফেলেছেন খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ। ক্যামেরায় এই ছবি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ট্রলিভ্যান এনে ধান, আলু সরিয়ে নেন ওই সিভিক। তিনি দাবি করেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদামঘর হিসেবে ব্যবহার করছিলেন। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি করেছিলেন, বিষয়টি জানতেন না। নজরে আনা হলে দ্রুত ঘর খালি করে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জমানায় হাসপাতালে ধানের গুদাম, মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।অস্বস্তি ঢাকতে সাফাই দেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি জানান, স্বাস্থ্য দফতরকে জানাব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। Hike
আরও পড়ুন: Ghatal Illegal Construction: সরকারি জমি দখল করে বাড়ি তৈরি! কাঠগড়ায় তৃণমূল কর্মী