রুমা পাল, কলকাতা: মঙ্গলবার ফের বিরোধী জোট 'ইন্ডিয়া'-কে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনাও টানেন। সেই প্রসঙ্গে এদিন রাজভবন থেকে বেরিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। (Mamata Banerjee)

  


এদিন বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী।  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজ্যপাল (Bengal Governor) সংঘাতের আবহেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তবে বিধানসভা অধিবেশনের মধ্যে এটি কেবল সৌজন্য-সাক্ষাৎ এমনটাই বলেন তিনি। 


এরপর রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বিরোধী জোটকে (Opposition Meet) 'জঙ্গী গোষ্ঠী' নিয়ে করা মন্তব্যে মমতা বলেন, 'মোদিকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।'                                                                         


এদিন কী বলেছেন মোদি? 


'ইন্ডিয়ান মুজাহিদিন, PFI-তেও তো ইন্ডিয়া আছে', বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মন্তব্য মোদির। বিরোধীদের কাজই বিরোধিতা করা, কটাক্ষ প্রধানমন্ত্রীর। 


পাল্টা মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী



  • 'আপনি আমাদের যাই বলুন মিস্টার মোদি, আমরা INDIA'

  • 'মণিপুরকে আমরা সারিয়ে তুলতে সাহায্য করব'

  • 'মণিপুরের সব মহিলা-শিশুর চোখের জল মোছাব'

  • 'মণিপুরের মধ্যে দিয়ে আমরা ভারতের ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করব


তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন।  প্রধানমন্ত্রীর নিজস্ব কর্মসূচিতেই তো ইন্ডিয়া শব্দটা আছে। আর ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলনে তো বিজেপির কোনও ভূমিকা ছিল না। ইন্ডিয়া শব্দটার সঙ্গে যাঁরা এখন যুক্ত তাঁদেরই অনেকে বরং দাবি করতে পারেন, স্বাধীনতা আন্দোলনে তাঁদের ভূমিকা আছে। এই ইন্ডিয়ার কাছেই এনডি-এর পরাজয় অনিবার্য।' 


 


আরও পড়ুন, 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি', রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী