কলকাতা: আজ বিকেল সাড়ে চারটে অবধিও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে নানা গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। মূলত রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী। আর এদিকে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার ঘটনা, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। তাই এই বিষয়গুলি নিয়ে আদৌ বৈঠক হবে কিনা চলছিল জল্পনা। যদিও রাজভবন থেকে বেরিয়ে যাবতীয় জল্পনার ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যখন চারিদিকে চাপা উত্তেজনা, কী ছিল আজকের রাজনৈতিক আলোচ্য বিষয় ? সেসব উত্তর দেওয়ার আগে মুখ্যমন্ত্রী খোশমেজাজে জানালেন রাজভবনে তিনি খেয়েছেন। নিজেই হেসে জানালেন, 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি।'
'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি, আর কিছু শুনবে ?'
যদিও রাজ্যপালের সঙ্গে কী কী বিষয়ে এদিন আলোচনা হয়েছে, এনিয়ে পুরো মুখ না খুললেও, কিছুটা আভাষ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এটা আমাদের কার্টেসি, অ্যাসেম্বলি শুরু হয়েছে। অ্যাসেম্বলিতে বিল প্রায় হাতে নেই। কিন্তু তবুও অ্য়াসেম্বলি তো করতে হয় না ? বছরে কতগুলি দিন করতেই হয়। বিল খুঁজে পাচ্ছি না, হাতে রেডি নেই। সব পাশ হয়ে গিয়েছে আগেই। সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম, দুটো বিল হতে পারে। এবং সেটাও ফাইনান্স বিল। সেটা করে দিলে আমরা ওটা অ্যাসেম্বলিতে আলোচনা করতে পারি। আমি মেইনি অ্যাসেম্বলি জন্যই এসেছিলাম আজ। আর আমার অন্য কিছু ব্যাপার নয়। 'চা খেয়েছি। বিস্কুট খাইনি। দুধ চা খেয়েছি। আর কিছু শুনবে ?' সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে বলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, 'সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকতবে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ আদালতের
রাজ্যপালের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা ?
মুখ্যমন্ত্রীর তরফে অনুমতি আসতেই এরপরেই প্রশ্ন শুরু সাংবাদিকদের। তাই বিষয়টা আর চা বিস্কুটে মোটেই আটকে রইল না। সোজা আলোকপাত কী নিয়ে ওই বিল ? তা নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু 'যতক্ষণ অবধি রাজ্যপাল বিল পাশ না করছেন, ততক্ষণ অবধি আমরা বলি না', নিয়মের কথা বলে, এদিন প্রসঙ্গ এড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও 'বিল আর হাতে নেই' বলা মমতার বক্তব্যেই পাল্টা প্রশ্ন আসে সাংবাদিকদের তরফে। 'আচার্য বিলটাতো আটকে আছে', এই প্রশ্ন আসতেই মমতা স্পষ্ট করেন, তিনি এনিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও আলোচনা করেননি।