আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং শিবাশিস মৌলিক, কলকাতা: চন্দ্রযান ৩-এর (Chandrayaan-3) অবতরণ দেখতে টিভির সামনে বসে ছিলাম। কিন্তু দেখতেই পাইনি। অবতরণ হওয়া মাত্রই একজনের ছবি ভেসে উঠল। এভাবেই নাম না করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চন্দ্রযান ২-এর মতো এবারও চেয়েছিলেন অভিযান ব্যর্থ হোক। সফল হয়েছে বলে, এসব বলছেন। পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   


মমতা বলেন, 'আমার একটা জিনিস অদ্ভুত লাগল, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য একজনের ছবি ভেসে উঠল। তাঁর ভাষণ শুরু হল। ল্যান্ডিংটা ঠিকমতো দেখতেই পেলাম না।' পাল্টা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'উনি এবারও চেয়েছিলেন যাতে অভিযান ব্যর্থ হয়, সেটা হয়নি বলে আজ এসব কথা বলছেন।' 


পৃথিবী থেকে সাধারণ ভাবে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। সেই বিশাল দূরত্ব পেরিয়ে চাঁদের মাটিতে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান। ছবির পাশাপাশি, চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে গবেষণার তথ্যও পাঠাতে শুরু সে।


কিন্তু, সেই চন্দ্রযান নিয়ে এখনও রাজনীতির উত্তাপ কমছে না পৃথিবীতে। চন্দ্রযান ৩-এর ল্যান্ডিংয়ের সময়, ইসরোর লাইভে প্রধানমন্ত্রীর ছবি দেখানো নিয়ে এবার নাম না করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, 'ল্যান্ডিংটা দেখাই গেল না। বসেই ছিল রেডি হয়ে সব, ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি নিজে টিভির সামনে বসে ছিলাম, ভাবছি কীভাবে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং, না টাফ ল্যান্ডিং, না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য পেলাম না দেখতে। ফলে বন্ধ করে দিলাম টিভি।


আরও পড়ুন, 'মগের মুলুক নাকি, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না', রাজ্যপালকে আক্রমণ মমতার


মোদিকে আক্রমণ করতে গিয়ে, এদিন ইন্দিরা গান্ধীর সময়ের কথাও টেনে আনেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, 'এর আগেও আপনারা জানেন, ইন্দিরা গাঁধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, ছোট ছিলাম। ইন্দিরা গাঁধী যখন চাঁদে পৌঁছল, রাকেশকে জিজ্ঞাসা করেছিলেন, ওপর থেকে ভারতকে কেমন লাগছে? ও বলেছিল, সারে জাহা সে আচ্ছা - এই কথাটা আমি আজও মনে রাখি। তার কারণ, সেদিন থেকে গর্ব হয়েছে। ইসরোর বিজ্ঞানীদের রাজপথে সম্বর্ধনা দিতে চাই। 


এদিকে, চন্দ্রযান ৩-এর সাফল্যের পর, সূর্যের দিকে আদিত্য এল ওয়ান-কে পাঠানোর পরিকল্পনা নিয়ে ফেলেছে ইসরো।