কলকাতা: তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ মেয়ো রোডে সমাবেশ থেকে রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষাঙ্গন নিয়ে কড়া বার্তাও দেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিশ্চয়ই এসেছেন। কিন্তু এখন তো আবার একজন ছাতা হয়ে আছেন। তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না। কোনও নিয়মও মানেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে আমি কোনওভাবেই সম্মান করছি না। তিনি সংবিধান লঙ্ঘন করছেন। সব জায়গার বিশ্ববিদ্যালয়গুলির টালমাটাল পরিস্থিতি।'
এরপরই তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় যাদবপুর প্রসঙ্গ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতীকালীন উপাচার্য পদে বুদ্ধদেব সাউকে নির্বাচিত করেছেন রাজ্যপাল। যা নিয়ে জলঘোলা কম হয়নি। এদিন সেই প্রসঙ্গও শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিজের বন্ধুকে এনে উপাচার্য করে বসিয়ে দিচ্ছেন। ট্রেনিংই নেয়নি প্রফেসর প্রশিক্ষণের। কম করে ১০ বছর প্রফেসর পদে আগে থাকতে হয়। বিজেপির শিক্ষা সেলের নেতাকে যাদবপুরের উপাচার্য করেছেন। এটা কী মগের মুলুক না কি?'
এরপরই সোজাসুজি রাজ্যপালকে তোপ দাগেন মমতা। সাফ বলেন, 'যা ইচ্ছে হবে তাই করছেন। মনে রাখবেন আপনার এক্তিয়ারে আমরা যাচ্ছি না। দয়া করে আমাদের এক্তিয়ারে আসার চেষ্টা করবেন না। মনে রাখবেন রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী এক নন। রাজ্যপাল মনোনীত, মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত। তাই এই নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না'।
আরও পড়ুন, 'কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না', সরকারকে বিঁধলেন রাজ্যপাল
এদিকে, আজ এই মঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্য সরকারের তরফে র্যাগিং নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। অন্যদিকে, ২০২৪-কে পাখির চোখ করেছেন মমতা। বিজেপিকে দিল্লি থেকে হঠানোর ডাক দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে ছাত্রছাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এদিন তা নিয়েও বার্তা দেন তৃণমূলনেত্রী।