আশাবুল হোসেন, নদিয়া : বুধবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জেলার একাধিক বিধায়কের নাম। সেই সঙ্গে রয়েছে মতুয়া ভোট ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে জনসভা থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই নজর রয়েছে সবার।
৩ দিনের নদিয়া সফর
৩ দিনের সফরে মঙ্গলবার নদিয়া গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে জনসভা করবেন তিনি। বুধবার কৃষ্ণনগরে জনসভার পর, শান্তিপুর রাস উৎসবে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেদিনই তাঁর কলকাতায় ফিরে আসার কথা। তবে যাবতীয় নজর কৃষ্ণনগরের জনসভার দিকে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে মুখ্যমন্ত্রীর নদিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, একাধিক দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে মতুয়া (Matua Community) ভোটব্যাঙ্ক। নদিয়া (Nadia) নিয়ে তৃণমূলের চিন্তার শেষ নেই।
চিন্তা একাধিক
নদিয়াতেই জেলাতেই দীর্ঘদিন তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় যিনি এখন জেলবন্দি। নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে, নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। দলে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। সম্প্রতি তাঁকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ফলে একের পর এক দুর্নীতিকাণ্ডে, দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন নদিয়ার একাধিক বিধায়কই।
সামনেই পঞ্চায়েত ভোট
অন্যদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রেও নদিয়া তৃণমূলের কাছে মস্তবড় ফ্যাক্টর। ২০২১-এর বিধানসভা ভোটে, ১৭টি কেন্দ্রের মধ্যে ৯টি-তে বিজেপি ও ৮টিতে জিতেছিল তৃণমূল। পরে অবশ্য উপনির্বাচনে জিতে শান্তিপুর দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায় বিজেপির প্রতীকে জিতলেও, তিনিও এখন তৃণমূল ঘেঁষা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে পৌঁছতেই, সার্কিট হাউজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মুকুল রায়।
মতুয়া ভোটব্যাঙ্ক
রাজনৈতিক দিক থেকে নদিয়ার অন্যতম বড় ইস্যু হল মতুয়া ভোটব্যাঙ্ক। রানাঘাট, নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, কৃষ্ণগঞ্জ, হাঁসখালিতে মতুয়াদের বড় প্রভাব রয়েছে। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, বনগাঁর ঠাকুরনগরে মতুয়াদের বার্ষিক মহাসম্মেলনে এসে সবাইকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশার কথা শুনিয়ে গেছেন পঞ্চায়েত ভোটের মুখে ফের শিরোনামে চলে এসেছে CAA-ইস্যু। এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত ভোটে মতুয়াদের ভোট ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুধবার কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।