কলকাতা: হনহন করে হেঁটে মাইলের পর মাইল পেরোতে পারেন তিনি। তাঁকে অনুসরণ করতে গিয়ে পেরে ওঠেন না দেহরক্ষীরাও। কিন্তু চারিদিকের ব্য়স্ততায় আজকাল হাঁটাহাঁটি হয় না তেমন। তাই বাড়িতে ট্রেডমিলেই পুষিয়ে নিতে হয়। তবে ট্রেডমিলে শুধুই হাঁটাহাঁটি করেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বরং পা চালানোর পাশাপাশি মাথাও চালান। নিজেই সে কথা জানিয়েছিলেন। এ বার ট্রেডমিলে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।
শাড়ি পরেই ট্রেডমিলে পা চালালেন মমতা
রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। তাতে আটপৌরে করে পরা নীল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি পরেই ট্রেডমিলে পা চালাচ্ছেন। আর দুই হাতে ধরে রেখেছেন গাঢ় বাদামি বর্ণের এক ছোট্ট পোষ্যকে। হাঁটতে হাঁটতে তার দিকেই তাকিয়ে রয়েছেন মমতা। ভালমানুষ হয়ে পোষ্যটিও স্থির হয়ে রয়েছে মমতার হাতে।
ভিডিও-টি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'কখনও কখনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয়'। মমতার পোস্ট করা ভিডিওটি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ১৪ হাজারের বেশই মানুষ সেটিতে লাইক ঠুকেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে ভিডিও-টি। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন হালকা মেজাজে মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা (Viral Video)।
আরও পড়ুন: ISF: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর
যে পোষ্যটিকে মমতা দুই হাতে আগলে রেখেছেন, সেটি মলটিপু প্রজাতির। সারমেয়দের মধ্য়ে একটু বিলাসীই বটে। তবে অত্যন্ত বুদ্ধিমান। তাডা়তাড়ি সবকিছু শিখে নিতে পারে। ফাঁকতালে বাড়ি থেকে বেরিয়ে পড়ার 'বদভ্য়াস'ও নেই। বরং একটু ঘরকুনো। একটু আদর যত্ন পছন্দ করে। সেটি মমতার নিজের পোষ্য কিনা, তা যদিও জানা যায়নি। তবে ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই স্নেহের হাত তার গায়ে ছুঁইয়েছেন মমতা।
হাঁটাহাঁটির অভ্যাস বাড়িতেই পুষিয়ে নেন মমতা
বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতাকে, গত কয়েক বছরে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াতে দেখেছেন প্রায় সকলেই। দিল্লি-মুম্বইও ছুটে যান অহরহ। ট্রেডমিলে হাঁটাহাঁটির অভ্যাসের কথা নিজেই জানান মমতা। এমনকি রাজ্যের বাজেটের খসড়াও ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই মাথার মধ্যে ছকে ফেলেছিলেন বলেও জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। এ বার ট্রেডমিলে তাঁকে হাঁটাহাঁটি করতে দেখতে পেলেন সকলে।