আসানসোল : কর্মিসভা থেকে একদিকে বিজেপির (BJP)  কড়া সমালোচনা , অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কর্ম সংস্থান নিয়ে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) । দেশে কর্ম সংস্থান নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বললেন,  বাংলা অনেক এগিয়ে, বিজেপি তাই হিংসায় জ্বলছে। আর লুচির মতো ফুলছে। 


শিক্ষক নিয়োগ নিয়েও বিরোধীদের কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,  ‘১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে। আদালত অনুমতি না দিলে, আমি দিতে পারি না’। এবার বিরোধী পক্ষের আইনজীবীদের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বলেন ,'  বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চাকরি চালু করবেন’
সেই সঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্র চাকরি কেড়ে নিচ্ছে, ত্রিপুরায় কত মানুষের চাকরি চলে গিয়েছে’। এর সঙ্গে রাজ্যের তরফে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। বলেন -



  • পারিবারিক হিংসায় হাত কাটা পড়া রেণুর জন্য কৃত্রিম হাত আমরা বানিয়ে দেব।

  • একে কেন্দ্র করে কারখানা, হোটেল তৈরি হবে। আইটি পার্কে কর্মসংস্থান হয়েছে, আরও হবে। দুর্গাপুর-আসানসোলের চেহারা পাল্টে যাবে।

  • পানাগড়ে শিল্প তালুকের কাজ হচ্ছে। পানাগড়ে ১২টি প্রকল্পের অনুমোদন হয়েছে।

  • বগটুইকাণ্ডে ১০ জনের চাকরি করে দিয়েছি।

  • রানিগঞ্জে শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে। এতে হাজার হাজার মানুষের চাকরি হবে।

  • দুর্গাপুরেও শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ হবে।

  • আগামীদিনে অন্ডাল থেকে আন্তর্জাতিক বিমান ছাড়বে।

  • দুর্গাপুর-পানাগড়-রানিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

  • দেউচা পাঁচামিতে ১ লক্ষ লোকের কাজ হবে।

  • বীরভূমের দেউচা-পাঁচামি দেশের বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে।

  • বর্ধমান লাগোয়া কর্মসংস্থান হবে ১ লক্ষ লোকের।

  • দেশে বেকারত্ব বাড়ছে, রাজ্যে কর্মসংস্থান বাড়ছে। 
    সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, '' দেশে বেকারত্ব ৪০% বেড়েছে। বাংলায় কাজ ৪০% বেড়েছে। স্কিল ট্রেনিং শিল্পের সঙ্গে জোড়া হচ্ছে। ৭ জুলাই ৩০ হাজার স্মার্ট কার্ড দেব । পড়ুয়াদের ১০ লক্ষ টাকা লোন পাবে। কোনও এক রাজ্য দেখান, যেখানে প্রায় সব পরিষেবা ফ্রিতে দেয়।''