হাওড়া: একের পর এক বিতর্কের জেরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। তার পরেও স্বভাবসিদ্ধ অভ্যাস ছাড়তে পারলেন না হাওড়ার (Howrah News) উলুবেড়িয়া উত্তরের তৃণমূল (TMC) তথা চিকিৎসক নির্মল মাজি (Nirmal Maji)। এ বার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি মা সারদা (Sarada Devi) বলে প্রতিপন্ন করার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। মা সারদা মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে ধরাধামে ফের আবির্ভূত হয়েছেন বলে দাবি করলেন তিনি। 


মমতা-স্তূতিতে ভাসলেন নির্মল মাজি


মমতার মাধ্যমে মা সারদার পুনর্জন্ম ঘটেছে বলে সোমবার একটি সভায় দাবি করেন নির্মল। তাঁর সেই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু ওই ভিডিওয় নির্মলকে বলতে শোনা যায়, "মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। বলেছিলেন,  খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাট যান তিনি, ঠিক এখন যেখানে দিদি থাকেন। মা সারদা বলেছিলেন, 'মৃত্যুর এতদিন পর কালীঘাটের কালীক্ষেত্রে ফের জন্ম নেব আমি। মনুষ্য জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব'।"


এরই সঙ্গে নির্মল জোড়েন, "পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যাচ্ছে, সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের যে সময়কাল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধি ক্ষণে যাঁর জন্ম, তিনিই যুগে যুগে, দেশে দেশে, কালে কালে নবরূপে উন্মোচিত হন।"


আরও পড়ুন: CPIM MLA: সরকারি হাসপাতালে মিলল না বেড, মেঝেতেই শুয়ে রইলেন প্রাক্তন বাম বিধায়ক


নির্মলের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। তাঁর এই মমতা-স্তূতি বাঁকা চোখে দেখছেন তৃণমূলেরই অনেকে। তাঁদের মতে, বার বার বিতর্কে জড়িয়ে নিজেই নিজের ক্ষতি করেছেন নির্মল এখন এই ধরনের মন্তব্য করে মমতার স্নেহের আওতায় ফের ঢুকতে চাইছেন তিনি। তাঁর মন্তব্যের সঙ্গে দূরত্বই বজায় রাখতে দেখা গিয়েছে তৃণমূলকে। 


নির্মলের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে তৃণমূল


উল্লেখ্য, টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি, তৃণমূল বিধায়ক নির্মলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। একের পর এক বিতর্কের জেরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে এ বছর মে মাসে অপসারিত করা হয় তাঁকে।  কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল। তাঁকে সরিয়ে চেয়ারম্যান করা হয় সুদীপ্ত রায়কে।