অণির্বাণ বিশ্বাস, কটক : বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের (Coromandel Express Accident) পরের দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। ফের একবার ওড়িশায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটকে পৌঁছে হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বিভিন্ন বিভাগে রাজ্যের একাধিক রোগী ভর্তি রয়েছেন, তাঁদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 


ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমসে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর গতকালই বাতিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


কটকের হাসপাতালে বাংলার রোগীদের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ওড়িশা সরকারকে ধন্যবাদ সহযোগিতার জন্য। বাংলার ৪০ জন আধিকারিক এখানে আছে। ৪০০-র বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে, ডাক্তার-নার্সরা আছেন। ওড়িশায় এখনও বাংলার ৯৭ জন চিকিৎসাধীন। বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে, ৩১ জনের খোঁজ নেই।'


মমতা বন্দ্যোপাধ্যায় জোড়েন, 'আহতদের হোমগার্ডে চাকরি দেওয়া হবে। নিহতদের পরিবারের সদস্যকেও হোমগার্ডের চাকরি। এই সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়, সত্যিটা বেরিয়ে আসুক। শুভবুদ্ধির উদয় হোক। পরিযায়ী শ্রমিক বলে কাউকে অসম্মান করে উচিত নয়। যাঁরা বাইরে কাজে যান, তাঁদের জন্যই দেশের অর্থনীতি উন্নত হয়'।


আরও পড়ুন- মর্গে শবের স্তূপে জীবন্ত ছেলে, হাওড়া থেকে গিয়ে ফিরিয়ে আনলেন বাবা


মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর ইতিমধ্যে বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সোমবার পাহাড়সফরে রওনা হয়ে মঙ্গলবার পাহাড়ের ব্যবসায়ীদের নিয়ে রোড শো করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে, ছিল বৈঠক। বুধবার ভানু ভবনে শিল্প সম্মেলনেও যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সমস্ত কর্মসূচিই। 


করমণ্ডল দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গেছে ২৭৫ জনের। যে রেল ব্য়বস্থা ভারতের লাইফলাইন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ যে ট্রেনে চাপে, সেখানেই বড়সড় বিপর্যয়। যে প্রসঙ্গে রাজ্যের নিহত, আহত ও নিখোঁজদের পরিবারের পাশে থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।       


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?


এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial


 


'